Realme Narzo 50 ভারত সহ বিশ্ব বাজারে শীঘ্রই লঞ্চ হচ্ছে, পেল BIS সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র

রিয়েলমি খুব শীঘ্রই তাদের Realme Narzo 50 সিরিজের তৃতীয় মডেলটির ওপর থেকে পর্দা সরানোর প্রস্তুতি নিচ্ছে। গত নভেম্বর মাসে এই সিরিজের অধীনে Realme Narzo 50A ও Realme Narzo 50i- ফোন দুটি ভারতের বাজারে লঞ্চ হয়। সেই সময় সংস্থাটি এই সিরিজের কোনও বেস মডেল প্রকাশ্যে আনেনি। তবে এবার জানা গেছে আসন্ন Realme Narzo 50 স্মার্টফোনটি ভারতের বিআইএস (BIS), থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) ও ইউরোপের ই (EEC) – এর মত একাধিক গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। অর্থাৎ শীঘ্রই ভারত সহ অন্যান্য মার্কেটগুলিতে লঞ্চ হতে চলেছে Realme Narzo 50।

Realme Narzo 50 কে দেখা গেল BIS, NBTC ও EEC সার্টিফিকেশন সাইটে

টেকরাডারের (TechRader) একটি রিপোর্ট থেকে জানতে পারে গেছে, RMX3286 মডেল নম্বর সহ রিয়েলমি নারজো ৫০ স্মার্টফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS), ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (EEC) এবং থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) -এর সাইট থেকে অনুমোদন লাভ করেছে। এগুলি হল বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা, যারা একটি নতুন ইলেকট্রনিক প্রোডাক্টকে সার্টিফিকেশন প্রদান করে, আর এই সার্টিফিকেশনের অর্থ হল প্রোডাক্টটি বাজারে আসার জন্য প্রায় প্রস্তুত৷ তাই ধরে নেওয়াই যায় রিয়েলমি নারজো ৫০ ফোনটি বাজারে আসা আর কিছু দিনের অপেক্ষা মাত্র। যদিও সংস্থার তরফে এখনও আসন্ন ফোনটি সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি, তবে শোনা যাচ্ছে এই ফোনটির ডিজাইন সিরিজের বাকি দুই মডেলের মতোই হতে পারে।

রিয়েলমি নারজো ৫০ এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme Narzo 50 Expected Specifications)

অনুমান করা হচ্ছে আসন্ন রিয়েলমি নারজো ৫০ স্মার্টফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। রিয়েলমির এই নতুন ফোনের পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। তার সাথে ফোনটি ৪ জিবি /৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি /১২৮ জিবি স্টোরেজ সহ বাজারে পা রাখতে পারে। এছাড়াও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা যাবে।

ফটোগ্রাফির জন্য Realme Narzo 50 ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। যদিও‌ ক্যামেরা সেন্সরগুলি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ভিডিও কলিং এবং সেলফির জন্য এই ফোনের সামনে দেওয়া হতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme Narzo 50 ফোনে থাকতে পারে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও নিরাপত্তার জন্য এই ফোনে দেওয়া হতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।