দাম শুরু মাত্র ৭৪৯৯ টাকা থেকে, Realme, OnePlus, Xiaomi-এর এই ফোনগুলি পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে
আপনি যদি একটি নতুন ঝাঁচকচকে স্মার্টফোনের সাথে নতুন বছরের সফর পূরণ করতে চান, তবে এটাই আদর্শ সময়। কেননা, ভারতের জনপ্রিয় অনলাইন শপিং সাইট Amazon এবং Flipkart স্বতন্ত্রভাবে, বাজেট থেকে প্রিমিয়াম সেগমেন্টের অধীনে বিদ্যমান কয়েকটি 'বেস্ট সেলিং' স্মার্টফোনকে সীমিত সময়ের জন্য ভারী ডিসকাউন্ট ও নানাবিধ ব্যাঙ্ক অফারের সাথে সস্তায় বিক্রি করছে। এই তালিকায় সামিল থাকছে - Realme C11 2021, Realme GT Master Edition, Apple iPhone 12 mini, Xiaomi 11 Lite NE 5G, Realme Narzo 50A এবং OnePlus 9 Pro 5G। এই ফোনগুলি বৈচিত্রময় ফিচারে ভরা এবং এগুলির দাম শুরু হচ্ছে প্রায় ৮,০০০ টাকা থেকে। তাহলে চলুন, ই-কমার্স সাইটগুলিতে কোন স্মার্টফোনকে কতটা কমে কিনে নেওয়া যাবে, তা এবার বিশদে জেনে নেওয়া যাক।
Amazon এবং Flipkart -এ অফারের সাথে উপলব্ধ স্মার্টফোনের তালিকা
Realme C11 2021 : রিয়েলমি সি১১ (২০২১) স্মার্টফোনে ৬.৮১ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লের টিয়ারড্রপ নচের মধ্যে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা লক্ষণীয়। আর, ফোনের পেছনে ৮ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা বর্তমান। ফোনটি ইউনিসক এসসি৯৮৬৩ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই গো এডিশন কাস্টম ওএস দ্বারা চালিত। রিয়েলমি সি১১ (২০২১) স্মার্টফোনে আছে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি, যা রিভার্স চার্জিং সাপোর্ট করে।
দাম : Realme C11 2021 ফোনের ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ অপশনের দাম ৭,৯৯৯ টাকা। তবে, এখন এটিকে ৫০০ টাকা ডিসকাউন্টের সাথে ৭,৪৯৯ টাকায় কেনা সম্ভব। আবার আপনারা যদি Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কেনেন তবে অতিরিক্ত ৫% ডিসকাউন্ট পাওয়া যাবে। এটিকে, কুল ব্লু ও কুল গ্রে কালারে কেনা যাবে।
Realme GT Master Edition : স্যুটকেস সারফেস অনুপ্রাণিত ‘horizontal grid’ স্টাইল ডিজাইনের সাথে আসা রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ। উক্ত ফোনে, ২.৪ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম স্কিন চালিত। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা (৬৪+৮+২ মেগাপিক্সেল) সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ গ্রেডের এই স্মার্টফোনে, ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।
দাম : Realme GT Master Edition স্মার্টফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২৬,৯৯৯ টাকা। তবে সীমিত সময়ের জন্য এই মডেলটিকে ২৫,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন আপনারা। ফোনটি চারটি কালারে কেনা যাবে - ব্ল্যাক, গ্রে, হোয়াইট ও অরোরা।
Apple iPhone 12 mini : আইফোন ১২ সিরিজের মিনি মডেলটি, একটি ৫.৪ ইঞ্চির (২,৩৪০×১,০৮০ পিক্সেল) সুপার রেটিনা XDR ডিসপ্লে সহ এসেছে। মাল্টিটাস্কিং এবং ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে সংস্থার নিজস্ব এ১৪ বায়োনিক (A14 Bionic) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি আইওএস ১৪ (iOS 14) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। অন্যদিকে, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য, ১২ মেগাপিক্সেলের ট্রু-ডেপ্থ ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। তদুপরি, এই ফোনকে ম্যাগসেফ (MagSafe) চার্জিং টেকনোলজির মাধ্যমে ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ করা যাবে। ফোনটি IP68 ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত।
দাম : ৫৯,৯০০ টাকা দামের Apple iPhone 12 mini স্মার্টফোনকে ডিসকাউন্টের সাথে এখন ৪১,৯৯৯ টাকায় কিনে নিতে পারবেন আপনারা। অফার হিসাবে, Citi ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এটিকে, ব্ল্যাক, ব্লু, গ্রীন, রেড ও হোয়াইট কালারে পাওয়া যাবে।
Xiaomi 11 Lite NE 5G : শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) ১০-বিট অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ এসেছে এবং ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন ও HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। উক্ত ৫জি ফোনে এড্রেনো ৬৪২এল জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ ওএস দ্বারা চালিত। ক্যামেরা ফ্রন্টের কথা বললে শাওমির এই ফোনে, ট্রিপল রিয়ার ক্যামেরা (৬৪+৮+৫ মেগাপিক্সেল) সেটআপ ও ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য কথিত ফোনে, ৪,২৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
দাম : ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে আসা Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনকে এখন ৩১,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ২৬,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। এটি, বাবলগাম ব্লু, পিচ পিঙ্ক, স্নোফ্লেক হোয়াইট ও ট্রাফল ব্ল্যাক ক্যালরি উপলব্ধ।
Realme Narzo 50A : রিয়েলমি নারজো ৫০এ ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আবার, ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। নারজো ৫০ সিরিজের এই ফোনে, আর্ম মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৫৩ দিন স্ট্যান্ডবাই, ৪৮ ঘন্টা কলিং, ২৭ ঘন্টা ইউটিউব ও ৮ ঘন্টা গেমিং টাইম অফার করবে বলে রিয়েলমি দাবি করেছে।
দাম : Realme Narzo 50A ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ১২,৯৯৮ টাকা। তবে সীমিত সময়ের জন্য এটিকে ডিসকাউন্ট প্রাইজের সাথে মাত্র ১১,৪৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। এই ফোনকে অক্সিজেন ব্লু ও অক্সিজেন গ্রীন কালারে বেছে নেওয়া যাবে।
OnePlus 9 Pro 5G : ওয়ানপ্লাস ৯প্রো ৫জি স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ (১,৪৪০x৩,২১৬ পিক্সেল) ফ্লুইড ২.০ (Fluid 2.0) অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস, ৯০.৩% স্ক্রিন-টু-বডি রেশিও, ২০:৯ এসপেক্ট রেশিও, ৫২৩ পিপিআই পিক্সেল ডেনসিটি, HDR10+ এবং LTPO টেকনোলজি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ও আড্রেনো ৬৬০ জিপিইউ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১.২.৭.৮ কাস্টম স্কিনে চলবে। ফোনের ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেল Sony IMX789 প্রাইমারি সেন্সর সমেত কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। আবার, ফোনের সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওয়ানপ্লাস ৯প্রো ৫জি স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দাম : OnePlus 9 Pro 5G ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ৬৪,৯৯৯ টাকা। তবে, এটিকে এখন ৫,০০০ টাকার ডিসকাউন্টের সাথে ৫৯,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। এছাড়া, Axis ব্যাঙ্ক ও Kotak ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ৫,০০০ টাকার ছাড় পাওয়া যাবে। যারপর, ফোনটিকে নূন্যতম ৫৪,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। এটি, অ্যাস্ট্রাল ব্ল্যাক, মর্নিং মিস্ট, ও পাইন গ্রীন কালারে উপলব্ধ।