Realme Pad আসছে বড় ১০.৪ ইঞ্চি ডিসপ্লের সাথে, থাকবে শক্তিশালী ব্যাটারি
৯ সেপ্টেম্বর ভারতে আত্মপ্রকাশ ঘটছে রিয়েলমির প্রথম ট্যাবলেট Realme Pad-এর। স্লিম ও লাইটওয়েট ডিজাইন - ট্যাবটির অন্যতম আকর্ষণ, তা আগেই বুঝিয়েছে সংস্থা। গত সপ্তাহে ট্যাবটির ল্যান্ডিং পেজ ফ্লিপকার্টে লাইভ করে দেওয়া হয়েছিল। এবার সেই পেজ থেকে Realme Pad-এর সামনের ও পিছনের ডিজাইন উন্মুক্ত করা হয়েছে। সেইসঙ্গে প্রকাশিত হয়েছে ডিসপ্লের স্পেসিফিকেশন।
Realme Pad এর ডিজাইন টিজ করা হল
মাইক্রো সাইট অনুযায়ী, Realme Pad-এর ডিসপ্লের সাইজ ১০.৪ ইঞ্চি। এটি ২০০০x১২০০ পিক্সেলের রেজোলিউশন দেবে। স্ক্রিনের চারপাশে মোটা বেজেল রয়েছে। যার ফলে Realme Pad-এর স্ক্রিন টু বডি রেশিও ৮২.৫ শতাংশ৷ কোন ধরনের ডিসপ্লে প্যানেল এতে থাকছে তা ফ্লিপকার্টের লিস্টিংয়ে উল্লেখ ছিল না। তবে রিপোর্ট বলছে, Realme Pad-এ অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা বেশি।
আসন্ন ট্যাবটি কতটা স্লিম, গত সপ্তাহে একটি টিজার ভিডিও দেখে তার ধারনা দেওয়া পাওয়া গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কম্পিউটারের কী-বোর্ডের দুই সারির মধ্যে দিয়ে সহজেই চলে যাচ্ছে রিয়েলমি প্যাড৷ মাত্র ৬.৬ মিমি পাতলা হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে। রিয়েলমি প্যাডের পিছনে রয়েছে একটি ক্যামেরা। গোল্ড কালারে আসবে ট্যাবটি৷ এছাড়া গ্রে কালার অপশনেও পাওয়া যাবে বলে জানা গেছে।
Realme Pad এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি প্যাডে থাকতে পারে ৭,১০০ এমএএইচ ব্যাটারি। ট্যাবটির সামনে ও পিছনে অটোফোকাস সিস্টেম-সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। কোয়াড স্পিকার স্পিকার থাকতে পারে রিয়েলমি প্যাডে।
এছাড়া এতে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এটি ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও আমাদের বিশ্বাস আরও কয়েকটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে রিয়েলমি প্যাড।