Realme Pad X: সংস্থার প্রথম প্রিমিয়াম ট্যাবলেট হিসেবে আগামীকাল ভারতে আসছে রিয়েলমি প্যাড এক্স
জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড রিয়েলমি গতবছর সেপ্টেম্বরে Realme Pad-এর হাত ধরে সম্ভাবনাময় ট্যাবলেটের বাজারে প্রবেশ করে। পরে এপ্রিল মাসে Realme Pad Mini-ও উন্মোচিত হয়েছে। কিন্তু এগুলি কোনোটিই ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল না। তবে মে মাসে ব্র্যান্ডটি চীনের বাজারে লঞ্চ করে তাদের প্রথম প্রিমিয়াম ট্যাবলেট, Realme Pad X। এই ট্যাবটি আগামীকাল অর্থাৎ ২৬ জুলাই ভারতের বাজারেও পা রাখতে চলেছে। আর এখন লঞ্চের আগে, সংস্থাটি Realme Pad X ট্যাবলেটের একটি লাইমলাইট ফাংশনকে টিজ করেছে। এই ফিচারটি কয়েকটি থার্ড পার্টি অ্যাপের সাথে কাজ করে এবং সংস্থা জানিয়েছে যে, এই সাপোর্টটি অন্যান্য অ্যাপগুলিতেও প্রসারিত করা যাবে। প্রসঙ্গত, চীনে লঞ্চ হওয়া Realme Pad X একটি ১০৫ ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা ও ২কে রেজোলিউশন সহ ১১ ইঞ্চির ডিসপ্লে, Snapdragon 695 প্রসেসর এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৮,৩৪০ এমএএইচ ব্যাটারি অফার করে৷
প্রকাশ্যে এল Realme Pad X-এর নতুন টিজার
সংস্কার তরফে প্রকাশিত টিজার থেকে জানা গেছে, রিয়েলমি প্যাড এক্স একটি লাইমলাইট ফাংশন সহ আসবে, যা বুদ্ধিমত্তার সাথে ভিডিওর সাবজেক্ট বা বিষয়বস্তুর গতিবিধি অনুসরণ করে তাকে ফ্রেমের মাঝখানে রাখতে সাহায্য করবে। এই ফাংশনের মধ্যে রয়েছে 'ক্যামেরা অটো ফ্রেমিং', যা একটি আসল ক্যামেরার রোটেটিং জিম্বল এবং ফোকাল লেন্থ পরিবর্তনের প্রভাবকে অনুকরণ করতে পারে। রিয়েলমি জানিয়েছে, এই ফিচারটি প্যাড এক্স-এর ১০৫ ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরার সাথে মিলবে এবং এটি স্ব-উন্নত অ্যালগরিদম ব্যবহার করে একটি চলমান প্রভাবকে উদ্দীপিত করবে।
রিয়েলমি প্যাড এক্স-এর স্পেসিফিকেশন (Realme Pad X Specifications)
রিয়েলমি প্যাড এক্স গত মে মাসে চীনের বাজারে লঞ্চ হয়েছে। এতে ২কে রেজোলিউশন সহ ১১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। কোম্পানি ইতিমধ্যেই একটি টিজারের মাধ্যমে প্রকাশ করেছে যে, এই ট্যাবের ভারতীয় সংস্করণটি একটি স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হবে। আর চীনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টেও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেটটি রয়েছে, যা ৬ জিবি পর্যন্ত র্যামের সাথে যুক্ত। আবার মসৃণ পারফরম্যান্সের জন্য, ট্যাবের স্টোরেজ থেকে ধার করে ৫ জিবি পর্যন্ত অতিরিক্ত র্যামও এতে যোগ করা সম্ভব। রিয়েলমি প্যাড এক্স ১২৮ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ অফার করে, যা মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, Realme Pad X-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ট্যাবের সামনে একটি ১০৫ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে। এই রিয়েলমি ট্যাবলেটে ডলবি অ্যাটমসের সাপোর্ট সহ কোয়াড স্পিকার সেটআপ মিলবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Pad X ৮,৩৪০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।