জনপ্রিয় ফ্ল্যাগশিপ কিলার Redmi K20 Pro ফোনের জন্য সফটওয়্যার সাপোর্ট বন্ধ করল Xiaomi
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি বর্তমানে ভারতের বাজারে তাদের K সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই ব্র্যান্ডটি সোশ্যাল মিডিয়ায় একটি টিজার প্রকাশ করে এদেশে K-সিরিজের আগমনের বিষয়টিও নিশ্চিত করেছে। মনে করা হচ্ছে, আসন্ন Redmi K50i হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। অন্যদিকে, কোম্পানি আবার সম্প্রতি পূর্বসূরি Redmi K20 সিরিজের তৃতীয় বার্ষিকী উদযাপনের জন্য ভারতের বিভিন্ন শহরে একটি প্রচার ক্যাম্পেইনেরও আয়োজন করেছে। তবে এসবের মাঝে তিন বছরের পুরনো Redmi K20 Pro-এর সফ্টওয়্যার সাপোর্ট বন্ধ করলো সংস্থা। প্রসঙ্গত, মাসখানেক আগে Redmi K20 বেস মডেলটিরও এই একই পরিণতি হয়।
Redmi K20 Pro-এর সফটওয়্যার সাপোর্ট বন্ধ করলো শাওমি
রেডমি ব্র্যান্ডিং সহ প্রথম প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে ২০১৯ সালের প্রথম দিকে লঞ্চ হয় রেডমি কে২০ প্রো ফোনটি। এই ডিভাইসটিকে কিছু বাজারে এমআই ৯টি প্রো নামেও রিব্র্যান্ড করা হয়৷ এই ফোনটিকে এর দাম ও স্পেসিফিকেশনের কারণে পোকো এফ১ ওরফে পোকোফোন এফ১-এর উত্তরসূরি হিসেবে গণ্য করা হয়েছিল। আর সেসময় কিছু সূত্র থেকে সামনে আসা তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছিল, শাওমি প্রকৃতপক্ষে চীনের বাইরের বাজারের জন্য এই হ্যান্ডসেটটিকে পোকো এফ২ হিসাবে রিব্র্যান্ড করার কথা ভাবছে।
জানিয়ে রাখি, রেডমি কে২০ প্রো-তে রয়েছে ৬.৩৯ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ২.১ স্টোরেজ যুক্ত রয়েছে। ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে ৪৮ মেগাপিক্সেল (ওয়াইড) + ১৩ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) + ৮ মেগাপিক্সেল (২× টেলিফোটো) সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করছে এবং ফোনের সামনে দেখা যায় ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি কে২০ প্রো মডেলে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য, এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে Redmi K20 Pro যখন বাজারে আসে, সেই সময় সত্যিই এটি একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন ছিল। কিন্তু, এর সফ্টওয়্যার সাপোর্টটি তেমন প্রশংসাযোগ্য নয়। ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই (Android 9.0 Pie)-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১০ (MIUI 10) কাস্টম স্কিনের সাথে আত্মপ্রকাশ করে। তিন বছরে, এটি শুধুমাত্র দুটি এমআইইউআই এবং অ্যান্ড্রয়েড আপডেট পেয়েছে। বর্তমানে, এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম স্কিনে রান করে।