লঞ্চ হল ফ্ল্যাগশিপ কিলার Redmi K40, দাম জানলে অবাক হবেন

প্রত্যাশা মতোই আজ Xiaomi ঘরেলু মার্কেটে ফ্ল্যাগশিপ কিলার Redmi K40 লঞ্চ করলো। বলার অপেক্ষা রাখেনা এই ফোনটি গতবছর লঞ্চ হওয়া রেডমি কে৩০ এর আপগ্রেড ভার্সন। যদিও স্পেসিফিকেশন ও ডিজাইন এর দিক থেকে কে৪০, কে৩০ এর থেকে পুরোপুরি আলাদা। Redmi K40 ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে সহ আয়তকার কার্ভাড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরা সেটআপ দেখতে অনেকটাই Mi 11 এর মত। এছাড়াও 5G কানেক্টিভিটি সহ আসা এই ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। শুধু তাই নয়, রেডমি কে৪০ ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আসুন ফোনটির দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Redmi K40 এর দাম

রেডমি কে৪০ ফোনটির দাম শুরু হয়েছে ১,৯৯৯ ইউয়ান থেকে (প্রায় ২২,৪৮৭ টাকা)। এই দাম ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৪,৭৩৭ টাকা) ও ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৮,১১০ টাকা)। আবার ফোনটির টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে ২,৬৯৯ ইউয়ানে (প্রায় ৩০,৩৬১ টাকা)। ফোনটি ব্রাইট ব্ল্যাক, ড্রিমল্যান্ড ও সানি স্নো কালারে পাওয়া যাবে।

Redmi K40 এর গ্লোবাল লঞ্চ কবে তা এখনও জানা যায়নি। তবে আমাদের অনুমান বছরের দ্বিতীয় কোয়ার্টারে এই ফোনটি গ্লোবাল মার্কেটে পা রাখবে। এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ হওয়া Motorola Edge S এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Redmi K40 এর ডিজাইন ও স্পেসিফিকেশন

রেডমি কে৪০ পিল শেপ পাঞ্চ হোলের (২.৭৬ মিলিমিটার) সাথে এসেছে, যেটি ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর অবস্থিত। আবার পিছনের রিয়ার ক্যামেরার ডিজাইন মি ১১ এর মত। এছাড়াও বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি অনেক পাতলা ও হালকা।

স্পেসিফিকেশনের কথা বললে, Redmi K40 ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ সহ ৬.৬৭ ইঞ্চি E4 AMOLED ট্রু টোন ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০০, আসপেক্ট রেশিও ২০:৯, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পেল রেট ৩৬০ হার্টজ। এছাড়াও এই ডিসপ্লের আছে DCI-P3 কালার গামুট, এইচডিআর ১০প্লাস এবং ১৩০০নিটস পর্যন্ত ব্রাইটনেস।

এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। সাথে আছে ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1)। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ ওএসে চলবে। ফোনটি ৪,৫২০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। শাওমি দাবি করেছে এই চার্জার দিয়ে ৫২ মিনিটে ফোনটি ফুল চার্জ করা সম্ভব। এছাড়াও Redmi K40 ফোনে কুইক চার্জ ৩ প্লাস ও পাওয়ার ডেলিভারি ৩.০ সাপোর্ট আছে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।

ক্যামেরার কথা বললে রেডমি কে৪০ ফোনের পিছনে তিনটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর (এফ/১.৭৯), ৫০মিমি ফোকাল লেন্থ সহ ৫ মেগাপিক্সেল টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিওর জন্য এতে আছে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Redmi K40 ফোনটি ১০৮০পি রেজোলিউশন ও ৯৬০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারবে। এছাড়াও ৩০এফপিএস-এ 4K ভিডিও রেকর্ড করা যাবে। এই ক্যামেরায় ভ্লগ মোড, ম্যাজিক ক্লোন সহ একাধিক ফিল্টার বর্তমান। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি, ব্লুটুথ ৫.১, ওয়াইফাই ৬, ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার, Hi-Res অডিও। ফোনটির ওজন ১৯৬ গ্রাম।

টেলিগ্রামে খবর পেতে এখানে ক্লিক করুন