Redmi K50i আগামীকাল ভারতে আসছে, লঞ্চের সময়কাল ও ফিচার জেনে নিন

By :  SUPARNA
Update: 2022-07-19 15:47 GMT

Redmi আগামীকাল নতুন K-সিরিজ একটি স্মার্টফোন ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই হ্যান্ডসেটটি হল Redmi K50i, যা কিনা বিদ্যমান Redmi Note 11T Pro মডেলের রিব্র্যান্ডেড ভার্সন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। সংস্থা দ্বারা প্রকাশিত টিজার পোস্টার অনুসারে, ভারতে ফোনটির লঞ্চের তারিখ ২০ই জুলাই নির্ধারণ করা হয়েছে। একটি ভার্চুয়াল ইভেন্টে আলোচ্য ফোনটির উপর থেকে পর্দা সরানো হবে বলেও নিশ্চিত করেছে Redmi India। সেক্ষেত্রে, আগ্রহীরা সংস্থার অফিসিয়াল ইউটিউব (YouTube) চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে লঞ্চ ইভেন্টের সম্পূর্ণ লাইভস্ট্রিমিং দেখতে পারবেন।

রেডমি কে৫০আই স্মার্টফোনের লঞ্চের তারিখ ও বিবরণ (Redmi K50i smartphone Launch Date and details)

আসন্ন রেডমি কে৫০আই স্মার্টফোনকে আগামীকাল অর্থাৎ ২০ই জুলাই দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত একটি অনলাইন ইভেন্টে লঞ্চ করা হবে। আর এই ইভেন্টকে রেডমি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মাধ্যমে লাইভ-স্ট্রিম করা হবে। আপনারা নিচে প্রদত্ত লিঙ্কে ক্লিক করেও এই লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন।

https://www.youtube.com/watch?v=jRzWmGC0LTk

রেডমি কে৫০আই -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Expected Specifications of Redmi K50i)

আগেই বলেছি, আপকামিং রেডমি কে৫০আই স্মার্টফোন হল বিদ্যমান রেডমি নোট ১১টি প্রো -এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ, যা কিছু আঞ্চলিক বাজারে আবার Poco X4 GT নামেও পরিচিত। ফলে, লঞ্চের আগেই উক্ত রেডমি ফোনের ফিচার-তালিকা কিরূপ হতে চলেছে সেই সম্পর্কে আমরা অনেকটাই নিশ্চিত।

সেক্ষেত্রে, Redmi K50i স্মার্টফোনে একটি ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে দেওয়া হবে, যা ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৬৫০ নিট পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন সমর্থন করবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর সহ আসবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সংস্থার নিজস্ব এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেসে চলবে। এই হ্যান্ডসেটে LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 রম পাওয়া যাবে।

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, আলোচ্য স্মার্টফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এই ক্যামেরাগুলি - ৬৪ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর হতে পারে৷ ডিভাইসের সামনে একটি ২০ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার দেখা যাবে। এই হ্যান্ডসেটে ৫,০৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।

এছাড়া, Redmi K50i সম্ভবত ৬ জিবি এবং ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এটিকে - ফ্যান্টম ব্লু, স্টিলথ ব্ল্যাক এবং কুইক সিলভার এই তিনটি আকর্ষণীয় কালার বিকল্পের সাথে ভারতে লঞ্চ করা হবে বলেও আমরা জানতে পেরেছি।

Tags:    

Similar News