২৮ অক্টোবর আসছে Redmi Note 11, Note 11 Pro ও Note 11 Pro+, ফাঁস সমস্ত ফিচার

By :  SHUVRO
Update: 2021-10-22 14:34 GMT

মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্ট কাঁপাতে এন্ট্রি নিচ্ছে Redmi Note 11 সিরিজ। ইতিমধ্যেই রেডমির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ অক্টোবর চীনে একটি লঞ্চ ইভেন্টে Redmi Note 11 সিরিজের আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটবে। এই সিরিজে Redmi Note 11, Redmi Note 11 Pro, ও Redmi Note 11 Pro+ বলে তিনটি হ্যান্ডসেট আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। অফিসিয়াল লঞ্চের আগে এক চাইনিজ টিপস্টার প্রতিটি স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছেন। Redmi Note 11 সিরিজে বিশেষ কী কী থাকছে, একনজরে দেখে নেওয়া যাক সেগুলি।

Redmi Note 11 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রেডমি নোট ১১ ফোনে ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি+ ১২০ হার্টজ এলসিডি ডিসপ্লে, ডাইমেনসিটি ৮১০ ৫জি চিপসেট, LPDDR4x র‌্যাম, UFS 2.2 স্টোরেজ, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, এবং আইআর ব্লাস্টার থাকবে।

রেডমি নোট ১১ ফোনটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসতে পারে।

Redmi Note 11 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারের দাবি রেডমি নোট ১১ প্রো ফোনে পাওয়া যেতে পারে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৯২০ ৫জি চিপসেট, LPDDR4x র‌্যাম, UFS 3.1 স্টোরেজ, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল (Samsung HM2) + ৮ মেগাপিক্সেল (Sony IMX 355 আল্ট্রা ওয়াইড) + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, জেবিএল পাওয়ার্ড স্টেরিও স্পিকার, এবং এনএফসির মতো ফিচার।

রেডমি নোট ১১ প্রো ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে বেছে নেওয়া যাবে। 

Redmi Note 11 Pro+ স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রেডমি নোট ১১ প্রো-র মতো স্পেকস থাকবে রেডমি নোট ১১ প্রো+ ভ্যারিয়েন্টে। পার্থক্য বলতে ডাইমেনসিটি ৯২০ চিপসেট ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ের বদলে প্রো+ ভ্যারিয়েন্টে ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

রেডমি নোট ১১ প্রো+ ৮ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে উপলব্ধ হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News