Redmi Note 11S কোয়াড রিয়ার ক্যামেরা সহ ভারতে আসছে ৯ ফেব্রুয়ারি, দাম ও ফিচার জানুন

Update: 2022-01-24 11:32 GMT

Xiaomi Redmi Note 11 সিরিজ আত্মপ্রকাশ করার কিছুদিন পর থেকে চর্চা চলছে যে, জনপ্রিয় চীনা সংস্থাটি এই স্মার্টফোন লাইনআপের অধীনে Redmi Note 11S (রেডমি নোট ১১এস) নামে একটি নতুন মডেল ভারতীয় বাজারে চালু করবে। ইতিমধ্যেই এই আসন্ন ফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। সম্প্রতি কোম্পানির তরফেও এর টিজার সামনে আনা হয়েছে। আর আজ Redmi Note 11S ফোনের লঞ্চের তারিখও নিশ্চিত করা হল। ফোনটি অ্যামোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

রেডমি নোট ১১এস ফোনের লঞ্চের তারিখ সামনে এল (Redmi Note 11S launch date jn India confirmed)

আজ Xiaomi একটি প্রেস নোট এবং টুইটের মাধ্যমে রেডমি নোট ১১এস ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী ৯ই ফেব্রুয়ারি অর্থাৎ আর মাত্র দু সপ্তাহ পর ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। টুইটে ফোনটির রিয়ার প্যানেলের ছবি দেখা গেছে, যা নিশ্চিত করে রেডমি নোট ১১এস ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

রেডমি নোট ১১এস সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi Note 11S Expected Specifications)

রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ১১এস ফোনে AMOLED ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার পারফরম্যান্সের জন্য এই নতুন ফোনে সম্ভবত মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হবে, সাথে থাকবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। একইভাবে ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে চালিত হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 11s ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যাতে ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং এইচএম২ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ওভি২এ ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকবে। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যেতে পারে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

রেডমি নোট ১১এস সম্ভাব্য দাম (Redmi Note 11S Expected Price in India)

ভারতে Redmi Note 11s ফোনের দাম শুরু হতে পারে ১৫,০০০ টাকা থেকে। এই মূল্য রাখা হতে পারে ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের।

Tags:    

Similar News