Redmi Smart TV X43 আগামী 9 ফেব্রুয়ারি Redmi Note 11 সিরিজের সাথে লঞ্চ হবে
আগামী ৯ই ফেব্রুয়ারি Redmi Note 11S ফোন এবং Redmi Smart Band Pro স্মার্টওয়াচের সাথে ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Smart TV X43 (রেডমি স্মার্ট টিভি এক্স৪৩) মডেল। না কোনো ফাঁস হওয়া রিপোর্ট বা টিপস্টারের পোস্ট নয়, খোদ Xiaomi (শাওমি) নিজেই এই তথ্য দিয়েছে। সংস্থার মতে এই নতুন স্মার্টটিভিতে 4K রেজোলিউশনসহ ৪৩ ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে। ফলত যারা বড় পর্দার টিভি চান তাদের জন্য এটি দুর্দান্ত বিকল্প হবে। আসুন দেখে নেই আপাতত Redmi Smart TV X43 সম্পর্কে কী কী জানা গিয়েছে।
Redmi Smart TV X43 মডেলের স্পেসিফিকেশন
রেডমি স্মার্ট টিভি এক্স৫০, এক্স৫৫ এবং এক্স৬৫ মডেলগুলির তুলনায় আসন্ন রেডমি স্মার্ট টিভি এক্স৪৩ ডিভাইসটি ছোট ডিসপ্লে সম্বলিত টিভি হতে চলেছে। কোম্পানির ওয়েবসাইটে ইভেন্ট পেজ অনুযায়ী, এই টিভিতে 4K ডিসপ্লে, 4K HDR এবং Dolby Vision সমর্থন করবে। তবে এতে কোন প্রসেসর দেওয়া হবে তা এখনও শাওমির তরফে জানানো হয়নি। এদিকে সাউন্ড আউটপুটের জন্য এএ ডলবি অডিও সাপোর্ট সহ ৩০ ওয়াট স্পিকার সেটআপ উপস্থিত।
সফ্টওয়্যার সম্পর্কে বলতে গেলে, রেডমি স্মার্ট টিভি এক্স৪৩ অ্যান্ড্রয়েড ওএসের ওপর ভিত্তি করে কাজ করবে। এতে কোম্পানির অত্যাধুনিক প্যাচওয়ালও মিলবে। এছাড়াও, এতে বিভিন্ন ওভার-দ্য-টপ (OTT) প্ল্যাটফর্ম সাপোর্ট করবে।
Redmi Smart TV X43 মডেলের দাম, লভ্যতা
নতুন রেডমি স্মার্ট টিভি এক্স৪৩-এর দাম সম্পর্কে শাওমি এখনও কিছু জানায়নি। তবে আমাদের অনুমান এটি মিড রেঞ্জে আসবে এবং Realme, Samsung, OnePlus দের জোর টক্কর দেবে।