ফোনে নির্বিঘ্নে IPL দেখতে চান? Jio, Airtel, Vi-এর এই প্ল্যানগুলিতে পাবেন রোজ 3GB ডেটা ও আরও বহু কিছু
গতপরশু থেকে শুরু হয়েছে IPL 2023, স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে! এমতাবস্থায় কেউ যদি আগামী দুই মাস ধরে চলতি খেলার মরসুমটি মোবাইলে উপভোগ করতে চান, তাহলে অনেকটাই ডেটা প্রয়োজন হবে। সেক্ষেত্রে এই এপ্রিল মাসের শুরুতে আমরা ডেইলি ৩ জিবি ডেটার বেনিফিটযুক্ত কিছু সেরা প্ল্যানের হদিশ নিয়ে হাজির হয়েছি, যা রিচার্জ করলে নির্বিঘ্নে ক্রিকেট ম্যাচগুলি উপভোগ করা যাবে – তা সে আপনি Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi) যে কোম্পানিরই গ্রাহক হন না কেন। আবার আপনার যদি Jio কিংবা Airtel-এর কানেকশন থাকে, তাহলে আপনি এই তালিকাভুক্ত প্ল্যানগুলিতে আনলিমিটেড 5G ডেটার ফায়দা তুলতে পারবেন, কোনো অতিরিক্ত খরচ ছাড়াই।
দৈনিক ৩ জিবি ডেটা ও আরও নানা সুবিধা মিলবে এই প্ল্যানগুলিতে
১. Reliance Jio-র ৩ জিবি ডেটা প্ল্যান: জিওর পোর্টফোলিওতে এখন তিনটি নতুন ক্রিকেট প্ল্যান উপলব্ধ হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে সস্তা প্ল্যানটির দাম পড়বে ২১৯ টাকা, যাতে ৩ জিবি ডেটার সাথে এক্সট্রা ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি করে এসএমএসের সুবিধা উপলব্ধ; এর বৈধতা ১৪ দিন। অন্যদিকে ৩৯৯ টাকার একটি প্ল্যানটি আছে যেটি প্রতিদিন ৩ জিবি ডেটা, অতিরিক্ত ৬ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস/প্রতিদিন অফার করে। এছাড়া তালিকার শীর্ষস্থানীয় প্ল্যানটি ব্যবহার করতে হলে ৯৯৯ টাকা খরচ করতে হবে – এতে ৩ জিবি ডেইলি ডেটার সাথে অতিরিক্ত ৪০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস ব্যবহার করা যাবে; এর বৈধতা ৮৪ দিন।
২. Bharti Airtel-র ৩ জিবি ডেটা প্ল্যান: এয়ারটেল এই মুহূর্তে ৩ জিবি ডেইলি ডেটার সুবিধাযুক্ত দুটি প্ল্যান অফার করে, এগুলির দাম যথাক্রমে ৪৯৯ টাকা এবং ৬৯৯ টাকা। এক্ষেত্রে প্রথম প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন, যেখানে দ্বিতীয়টিতে ৫৬ দিনের বৈধতা পাওয়া যাবে। এই প্ল্যানজোড়াতে আনলিমিটেড ভয়েস কলিং, এসএমএস এবং ওটিটি (OTT) বেনিফিটও উপলব্ধ৷
৩. Vodafone Idea-র ৩ জিবি ডেটা প্ল্যান: ভোডাফোন আইডিয়া ৩৫৯ টাকা এবং ৬৯৯ টাকার দুটি প্ল্যান অফার করে, এগুলিতে প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যায়। উপরন্তু এই প্ল্যানগুলিতে ডেটা ডিলাইট (Data Delight)-এর অধীনে ২ জিবি অতিরিক্ত ডেটা, নাইট আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস বেনিফিটও পাবেন ইউজাররা।
Jio ও Airtel গ্রাহকরা পাবেন আনলিমিটেড 5G
শুধু খেলা দেখার জন্য পর্যাপ্ত ডেটা-ই নয়, এয়ারটেল এবং জিও গ্রাহকরা উল্লিখিত প্ল্যানগুলি রিচার্জ করলে বিনা খরচে হাই-স্পিড কানেক্টিভিটিও উপভোগ করতে পারবেন। কারণ এই মুহূর্তে দেশের অধিকাংশ শহরেই এই দুই সংস্থা ৫জি (5G) পরিষেবা চালু করেছে।