জিওফোন গ্রাহকদের জন্য খারাপ খবর, বন্ধ হয়ে গেল সবচেয়ে সস্তা প্ল্যান

By :  techgup
Update: 2020-07-18 12:12 GMT

Reliance Jio কয়েকদিন আগেই বার্ষিক সাধারণ সভায় বেশ কয়েকটি বড় ঘোষণা করেছিল। যেখানে কোম্পানি Google এর সাথে মিলে সস্তায় ৫জি ফোন আনবে বলে জানিয়েছিল। তবে আজ কোম্পানি তাদের জিও ফোন গ্রাহকদের ঝটকা দিল। আসলে রিলায়েন্স জিও তাদের ওয়েবসাইট থেকে জিও ফোনের জন্য সবচেয়ে সস্তা প্ল্যানদুটিকে সরিয়ে দিয়েছে। এই দুই প্ল্যান হল ৪৯ টাকার প্ল্যান ও ৬৯ টাকার প্ল্যান। জিও ফোন গ্রাহকরা আর এই দুটি প্ল্যান রিচার্জ করতে পারবে না।

প্রসঙ্গত ডিসেম্বরে নতুন প্ল্যান ঘোষণা করার সময়ও কোম্পানি ৪৯ টাকা ও ৬৯ টাকার প্ল্যান দুটিকে তালিকায় রাখেনি। তবে পরে ভ্যালিডিটি কমিয়ে জিওফোন গ্রাহকদের জন্য ফের এই জনপ্রিয় প্ল্যান দুটিকে কোম্পানি ফিরিয়ে এনেছিল। তবে আজ যদি আপনি Reliance Jio এর ওয়েবসাইটে গিয়ে জিওফোনের প্ল্যান সার্চ করেন তাহলে ৪৯ টাকার ও ৬৯ টাকার প্ল্যান দুটিকে দেখতে পাবেন না। এর অর্থ কোম্পানি এই প্ল্যানগুলিকে বন্ধ করে দিয়েছে। এই দুই প্ল্যানে ১৪ দিন ও ২৪ দিন ভ্যালিডিটি অফার করতো কোম্পানি। এখন থেকে জিও ফোন গ্রাহকদের ৭৫ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে।

জিও ফোন ৭৫ টাকার প্ল্যান :

জিও ফোনের ৭৫ টাকার প্ল্যানের বৈধতা ২৮ দিন। এখানে মোট ৩ জিবি ডেটা ও ৫০ টি এসএমএস দেওয়া হবে। এছাড়াও জিও থেকে জিও আনলিমিটেড কল এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট কল করা যাবে।

জিও ফোন ১২৫ টাকার প্ল্যান :

এই প্ল্যানে মোট ১৪ জিবি ডেটা ও ৩০০ টি এসএমএস দেওয়া হবে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এখানে জিও থেকে জিও আনলিমিটেড কল এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট কল করা যাবে।

জিও ফোন ১৫৫ টাকার প্ল্যান :

এই প্ল্যানেও জিও থেকে জিও এবং ল্যান্ডলাইনে আনলিমিটেড কল করা যাবে এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট কল করার জন্য দেওয়া হবে। এখানে প্রতিদিন ১০০ এমএমএস এর সাথে ২৮ জিবি ডেটা দেওয়া হবে।

জিও ফোন ১৮৫ টাকার প্ল্যান :

এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস দেওয়া হবে। প্ল্যানটির বৈধতা ২৮ দিন। অর্থাৎ মোট ৫৬ জিবি ডেটা দেওয়া হবে। এই প্ল্যানেও জিও থেকে জিও এবং ল্যান্ডলাইনে আনলিমিটেড কল করা যাবে এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট কল করার জন্য দেওয়া হবে।

Tags:    

Similar News