Jio World Centre: প্রায় ৩০ বিঘা জমির উপর গড়ে উঠলো জিও ওয়াল্ড সেন্টার, কি সুবিধা পাওয়া যাবে জানুন
সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান বা 'হোম-ডেভলপড' স্মার্টফোন আনা, কিংবা 5G টেকনোলজি নিয়ে কাজ, রিলায়েন্স জিও (Reliance Jio) বরাবরই আমাদের কে চমকে দিয়েছে। তবে, এবার আরো একধাপ এগিয়ে, দেশের বৃহত্তম এবং সর্বাধিক 'প্রেস্টিজিয়াস' তথা বহুবিধ সুবিধা সমন্বিত 'জিও ওয়ার্ল্ড সেন্টার' (Jio World Centre) নামে একটি নতুন গন্তব্য বা ডেস্টিনেশন উন্মোচন করার কথা জানালো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই সেন্টারটি মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ১৮.৫ একর বিস্তৃতি এলাকা জুড়ে অবস্থিত। এই প্রজেক্টের নেপথ্যে থাকা মূল ভাবনা সম্পর্কে জানান দিতে গিয়ে সংস্থার তরফ থেকে বলা হয়েছে যে, জিও ওয়ার্ল্ড সেন্টারকে ব্যবসা, বাণিজ্য এবং ভারতীয় সংস্কৃতি সমন্বিত একটি বিশেষ গন্তব্যস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে।
মুম্বাইতে ১৮.৫ একর এলাকা জুড়ে উন্মোচিত হল রিলায়েন্স জিও ওয়ার্ল্ড সেন্টার
ভারতের প্রথমসারির এই টেলিকম সংস্থাটির দাবি অনুযায়ী, "জিও ওয়ার্ল্ড সেন্টারে - একটি সাংস্কৃতিক কেন্দ্র, একটি মিউজিক্যাল ফাউন্টেন, ক্যাফে, চমৎকার ডাইনিং রেস্তোরাঁ, সার্ভিসড অ্যাপার্টমেন্ট তথা অফিস, এবং কনভেনশন হলের সুবিধা রয়েছে৷ পাশাপাশি আপস্কেল রিটেল অভিজ্ঞতাও প্রদান করবে।"
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর এবং রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার-চেয়ারপারসন নিতা আম্বানি, 'জিও ওয়ার্ল্ড সেন্টার' প্রসঙ্গে তার দৃষ্টিভঙ্গি ভাগ করে বলেছেন যে, “জিও ওয়ার্ল্ড সেন্টার হল আমাদের গৌরবময় জাতির প্রতি শ্রদ্ধা এবং নতুন ভারতের আকাঙ্ক্ষার প্রতিফলন। সর্বাধিক বৃহৎ সম্মেলন (কনভেনশন) থেকে শুরু করে সাংস্কৃতিক অভিজ্ঞতা, পাথব্রেকিং রিটেল এবং ডাইনিংয়ের সুবিধা, জিও ওয়ার্ল্ড সেন্টারকে মুম্বাইয়ের নতুন ল্যান্ডমার্ক হিসেবে পরিচিতি দেবে বলা আমরা মনে করছি, যেখানে আমরা ভারতের ক্রমবিকাশের পরবর্তী অধ্যায় লেখার জন্য একত্রিত হবো।"
প্রসঙ্গত, উক্ত সেন্টারটি প্রাথমিকভাবে ধীরুভাই আম্বানি স্কোয়ার (Dhirubhai Ambani Square), মিউজিক্যাল ‘ফাউন্টেন অফ জয়’ (Fountain of Joy) এবং জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের (Jio World Convention Center) সাথেই উন্মোচিত হবে। তবে, জিও ওয়ার্ল্ড সেন্টার অন্তর্গত বিভিন্ন সার্ভিস ও বিপণী কেন্দ্রগুলিকে চলতি এবং আগামী বছরের মধ্যে ধাপে-ধাপে খোলা হবে।
ধীরুভাই আম্বানি স্কোয়ার (Dhirubhai Ambani Square)
ধিরুভাই আম্বানি স্কোয়ার হল একটি উন্মুক্ত পাবলিক স্পেস, যেখানে দেশবাসীকে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হবে। ধিরুভাই আম্বানি স্কোয়ারটি 'ফাউন্টেন অফ জয়' -কে কেন্দ্র করে অবস্থিত। এই ফাউন্টেন বা ফোয়ারাটিকে - আটটি ফায়ার শুটার, ৩৯২টি ওয়াটার জেট এবং ৬০০টিরও বেশি এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখতে গেলে, লাস ভেগাসের 'ডানসিং ফাউন্টেন' বা দুবাইয়ের 'দ্য দুবাই ফাউন্টেন' এর ভাবনাই দেখা যাবে রিলায়েন্স পরিকল্পিত মিউজিক্যাল ফাউন্টেনটিতে।
মিউজিক্যাল ফাউন্টেন সম্পর্কে নীতা আম্বানি বলেছেন যে, “অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে, আমরা ধীরুভাই আম্বানি স্কোয়ার এবং 'দ্য ওয়ার্ল্ড ক্লাস' ফাউন্টেন অফ জয় -কে মুম্বাইয়ের জনগণ এবং শহরকে উৎসর্গ করছি। শহরের চেতনার উদযাপনে, এটি একটি আইকনিক নতুন পাবলিক স্পেস হবে যেখানে লোকেরা আনন্দ ভাগ করে নেবে এবং আমচি মুম্বাইয়ের রঙ এবং শব্দে মাতবে!" একই সাথে 'ওপেনিং-নাইট' সম্পর্কে তিনি জানিয়েছেন যে, "উদ্বোধনীর রাতে শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে পেরে আমি খুবই আনন্দিত। আমি নিজে একজন শিক্ষিকা, তাই আমি আমাদের দেশের শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানাই অক্লান্ত পরিশ্রম করার জন্য এবং এই চ্যালেঞ্জিং সময়ে জ্ঞানের শিখা জ্বালিয়ে রাখার জন্য। আমাদের ট্রিবিউট শো এই আসল হিরোদের সাধুবাদ জানায়।”
জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার (jio World Convention Centre)
জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার, ভারতের অন্যতম শ্রেষ্ঠ, সর্বোত্তম কনভেনশন (সম্মিলনী) এবং এক্সিবিশন (প্রদর্শনী) সুবিধা প্রদান করবে। এবং এই সেন্টারটি নির্মাণের উদ্দেশ্য, "দ্রুত বর্ধনশীল বৈশ্বিক সম্মেলন ও প্রদর্শনী ইকো সিস্টেমে ভারতের স্থান দৃঢ় করা।" এছাড়া, 'জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার' কনজিউমার শো, কনফারেন্স, এক্সিবিশন, মেগা কনসার্ট, গালা ব্যাংকুয়েট এবং বিবাহ সহ যাবতীয় ব্যবসায়িক ও সামাজিক ইভেন্টগুলির জন্য ভারতের একটি 'বেঞ্চমার্ক' সাইট হতে চলেছে, এমন দৃঢ় বিশ্বাস শোনা গেছে সংস্থার কর্মকর্তার মন্তব্যে। এক্ষেত্রে, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের বিশেষত্বগুলি নিচে দেওয়া হল :
জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের বিশেষত্ব (Highlights of The Jio World Convention Centre)
▪ ১৬১৪৬০ বর্গফুট জায়গা জুড়ে ৩টি এক্সিবিশন হল, যেখানে ১৬,৫০০ জনেরও বেশি অতিথি অবস্থান করতে পারবে।
▪ ১০৭৬৪০ বর্গফুট জায়গা জুড়ে ২টি কনভেনশন হল, যেখানে ১০,৬৪০ জনেরও বেশি অতিথির জায়গা হবে।
▪ ৩২২৯০ বর্গফুট জুড়ে বলরুম, যেখানে ৩২০০ জনেরও বেশি অতিথি একত্রিত হতে পারবেন।
▪ ২৯০৬২ বর্গ ফুট এলাকা জুড়ে ২৫টি মিটিং রুম।
▪ ১৩৯৯৩০ বর্গফুট জুড়ে প্রি-ফাংশন কনকোর্সের জন্য ব্যবস্থা করা আছে।
▪ ৫জি (5G) নেটওয়ার্ক এনাবেলড হাইব্রিড এবং ডিজিটাল অভিজ্ঞতা।
▪ প্রত্যহ ১৮,০০০ জনেরও বেশি অতিথিকে খাবার পরিবেশন করার ক্ষমতা সহ বড় কিচেন-স্পেস বা রান্নাঘর।
▪ কনভেনশন সেন্টারে ভারতের বৃহত্তম অন-সাইট পার্কিং লট আছে, যেখানে ৫,০০০টি গাড়ি পার্ক করা যাবে।