JioMart: কীভাবে WhatsApp-এর মাধ্যমে চাল-ডাল বা মুদিখানার সামগ্রী অর্ডার করবেন
সাম্প্রতিক বছরগুলিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) টেলিকম সেক্টরের পাশাপাশি বাজারের বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসা বাড়াতে চেষ্টা করছে। সম্ভবত এই কারণেই মুকেশ আম্বানির সংস্থাটি, তার সাম্প্রতিক অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (AGM) বহু প্রতীক্ষিত 5G নেটওয়ার্কের সাথে সস্তা স্মার্টফোন (5G সাপোর্টযুক্ত) এবং ল্যাপটপ (JioBook) লঞ্চ করার ঘোষণা করেছে। তবে এখানেই শেষ নয়, বরঞ্চ কোম্পানি এই সমস্ত কিছুর সাথে রিটেল মার্কেটে তাদের JioMart (জিওমার্ট)-এর পরিষেবা সম্প্রসারণেরও চেষ্টা করতে চাইছে বলে মনে হচ্ছে। আসলে Reliance (রিলায়েন্স) তথা Jio (জিও) এখন ঘোষণা করেছে যে, JioMart গ্রাহকরা WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ এখন থেকে চাল-ডাল-তেল-মশলার পাশাপাশি অন্যান্য গ্রোসারি আইটেম কেনার জন্য কোনো আলাদা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ব্যবহার করতে হবে না; ফোনে WhatsApp থাকলেই কয়েক ক্লিকে সারা যাবে প্রয়োজনীয় কেনাকাটা। নিঃসন্দেহে এটি একটি চমকপ্রদ সুবিধা!
এইভাবে WhatsApp-এর মাধ্যমে JioMart থেকে প্রোডাক্ট অর্ডার করা যাবে
এতটুকু পড়ে যারা ভাবছেন যে, হোয়াটসঅ্যাপে তো এমনিতে চ্যাটিং, ফাইল শেয়ারিং, কলিং বা পেমেন্টের সুবিধা পাওয়া যায় তাহলে কীভাবে এখান থেকে মুদির দোকানের জিনিস পাওয়া যাবে – তাদের জন্য রইল অর্ডার প্রক্রিয়ার সমস্ত খুঁটিনাটি।
১. এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ থেকে গ্রোসারি অর্ডার করতে আগ্রহীদের প্রথমে জিওমার্টের হোয়াটসঅ্যাপ নম্বর (+৯১৭৯৭৭০৭৯৭৭০) সেভ করে সেটিতে একটি 'হাই' (Hi) মেসেজ পাঠাতে হবে।
২. এতে আপনার চ্যাট বক্সে অনেকগুলি অপশন প্রদর্শিত হবে।
৩. এখান থেকে আপনাকে প্রয়োজন বা পছন্দমত ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং গ্রোসারি আইটেম এড করতে হবে।
৪. এরপরে আপনি জিনিসপত্র অর্ডার করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
রিটেল মার্কেটে ব্যবসা বাড়াতে তৎপর Reliance
শুরুতেই বলেছি যে, রিলায়েন্স, রিটেল মার্কেটে ব্যবসা বাড়ানোর দিকে মনোনিবেশ করতে চলেছে। এক্ষেত্রে সংস্থাটি তার বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্সের রিটেল বিজনেসের প্রধান হিসাবে ইশা আম্বানিকে পরিচয় করিয়ে দিয়েছে। একই সময়ে, তারা এক বছরের মধ্যে সারা দেশে ২,৫০০টি নতুন স্টোর খোলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।