Oppo Reno 6 সিরিজে থাকবে তিনটি স্মার্টফোন, পাওয়া যাবে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট
Oppo গতবছর ডিসেম্বরে চীনে Reno 5 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজে আপাতত আমরা Reno 5, Reno 5 Pro, Reno 5 Pro+, Reno 5K, এবং Reno 5 4G ফোনগুলিকে বাজারে আসতে দেখেছি। তবে কয়েকমাস যেতে না যেতেই চীনা স্মার্টফোন কোম্পানিটি এই সিরিজের আপগ্রেড ভ্যারিয়েন্টের ওপর কাজ শুরু করলো। জানা গেছে আসন্ন Oppo Reno 6 সিরিজে তিনটি ফোন থাকবে। এই তিনটি ফোনের নাম হবে- Oppo Reno 6, Reno 6 Pro, এবং Reno 6 Pro+।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, অপ্পো-র আসন্ন সিরিজ নিয়ে একাধিক পোস্ট শেয়ার করেছেন। একটি পোস্টে তিনি জানিয়েছেন, Oppo Reno 6 সিরিজের তিনটি ফোনকে এখন ফাইনাল স্টেজে টেস্ট করা হয়েছে। আরেকটি পোস্টে তিনি এই ফোনগুলির নাম ফাঁস করেছেন। টিপস্টারের দাবি অনুযায়ী, এই তিনটি ফোন হল - Oppo Reno 6, Reno 6 Pro, এবং Reno 6 Pro+।
এছাড়াও তিনি বলেছেন, অপ্পো রেনো ৬ সিরিজে ৬৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও থাকবে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ফলে Reno 6 সিরিজ হবে Oppo-র প্রথম মিড রেঞ্জ সিরিজ যেখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। যদিও এছাড়া টিপস্টার নতুন সিরিজের বাকি স্পেসিফিকেশন জানাননি।
আমাদের অনুমান অপ্পো রেনো ৬ সিরিজ এপ্রিল নাগাদ লঞ্চ হবে। অন্যান্যবারের মত এবারও অপ্পো প্রথমে ঘরেলু মার্কেটে এই সিরিজের ফোনগুলিকে লঞ্চ করতে পারে। এরপর ফোনগুলি গ্লোবাল মার্কেটে আসবে। এই সিরিজের দাম শুরু হতে পারে ৩০-৩৫ হাজার টাকা থেকে। Oppo Reno 6 সিরিজে অবশ্যই 5G কানেক্টিভিটি থাকবে।