Top 5 Bikes in 2022: রয়্যাল এনফিল্ড থেকে সুজুকি, এ বছর বাজারে আলোড়ন ফেলেছে এই বাইকগুলি

By :  SUMAN
Update: 2022-12-29 14:18 GMT

২০২২-এ ভারতের গাড়ির বাজারের ব্যস্ততা বিগত কয়েক বছরের ব্যস্ততাকে হার মানিয়েছে। একদিকে যেমন পালা করে টু-হুইলার লঞ্চ হয়েছে, অন্যদিকে ফোর-হুইলারের সম্ভার ছিল চোখে পড়ার মতো। এবছর বহু বিদেশি সংস্থা এদেশে পদার্পণ করেছে। রেট্রো থেকে ট্যুরিং মোটরসাইকেল, এমনকি অ্যাডভেঞ্চার মডেলের একগুচ্ছ বাইক হাজির হয়েছে। এই প্রতিবেদনে তার মধ্যে সেরা পাঁচটি মোটরসাইকেলের হদিশ দেওয়া হল।

Royal Enfield Hunter 350

এবছর ভারতের বাজারে রেট্রো রোডস্টার বাইকের দুনিয়ার নতুন সদস্য হল Royal Enfield Hunter 350। যার দাম ১.৫ লাখ থেকে ১.৭২ লাখ টাকা (এক্স-শোরুম)। একটি ১৩ লিটার টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক সহ এসেছে বাইকটি। এতে উপস্থিত রিব্ড প্যাটার্ন সিট, আপসোয়েপ্ট এগজস্ট, বার-এন্ড মিরর, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৪১ মিমি টেলিস্কোপিক ফর্ক, ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল এবিএস। এর ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, J-সিরিজ ইঞ্জিন থেকে ২০.২ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়।

Moto Morini SEIEMMEZZO twins

২০২২-এ এদেশে লঞ্চ হওয়া Moto Morini SEIEMMEZZO-এর একজোড়া বাইকের দাম ৬.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর ফিচারের তালিকায় উপস্থিত একটি গোলাকৃতি এলইডি হেডল্যাম্প, চওড়া হ্যান্ডেলবার, ১৬ লিটারের মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, সিঙ্গেল পিস সিট, আপসোয়েপ্ট এগজস্ট, এবং স্লিক এলইডি টেলল্যাম্প। রেট্রো স্ট্রিট মডেলটি অ্যালয় এবং স্ক্র্যাম্বলার মডেলে অয়্যার স্পোক হুইল দেওয়া হয়েছে। এতে উপস্থিত একটি ৬৪৯ সিসি লিকুইড কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন। যার আউটপুট ৫৫ এইচপি এবং ৫৪ এনএম।

Triumph Tiger Sport 660

ভারতে ৮.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্যে লঞ্চ হয়েছে Triumph Tiger Sport 660। এতে রয়েছে একটি ১৭.২ লিটারের পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, স্টিপ্ড-আপ সিটের সাথে গ্র্যাব রেল, অল এলইডি লাইটিং সেটআপ, ১৭ ইঞ্চি কাস্ট অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল। চালিকাশক্তি যোগাতে এতে রয়েছে একটি ৬৬০ সিসি লিকুইড কুল্ড, DOHC, ইনলাইন ট্রিপল ইঞ্জিন। যা থেকে ৮০ এইচপি শক্তি এবং ৬৪ এনএম টর্ক পাওয়া যায়।

Suzuki KATANA

ভারতে চলতি বছরে লঞ্চ হওয়া Suzuki KATANA-এর দাম ১৩.৬১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। স্ট্রিটফাইটার মোটরসাইকেলটির ফিচারের তালিকায় রয়েছে একটি ১২ লিটার ফুয়েল ট্যাঙ্ক, এলইডি হেডল্যাম্প, আপসোয়েপ্ট এগজস্ট, স্টিপ্ড-আপ সিঙ্গেল পিস সিট, এলইডি টেললাইট, একটি এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং ১৭ ইঞ্চি কাস্ট অ্যালুমিনিয়াম হুইল। একটি ৯৯৯ সিসি লিকুইড কুল্ড, DOHC, ইনলাইন-ফোর ইঞ্জিনে ছোটে বাইকটি। যার আউটপুট ১৫০ এইচপি/১০৬ এনএম।

Ducati DesertX

চলতি বছরে বাজারে উপস্থিত হওয়া Ducati DesertX কিনতে খরচ পড়ে ১৭.৯১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটি একটি ২১ লিটার ফুয়েল ট্যাঙ্ক, একটি অপশনাল রিয়ার মাউন্টেড অক্সিলিয়ারি ফুয়েল ট্যাঙ্ক, একটি ডুয়েল পড এলইডি হেডল্যাম্প, ব্যাস প্লেট, স্প্লিট টাইপ সিট, আপসোয়েপ্ট এগজস্ট, ৫.০ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ২১ ইঞ্চি ফ্রন্ট এবং ১৮ ইঞ্চি রিয়ার অয়্যার স্পোক হুইল সহ লঞ্চ হয়েছে। শক্তির উৎস হিসাবে রয়েছে ৯৩৭ সিসি টেস্টাস্ট্রেটা, লিকুইড কুল্ড, L-twin ইঞ্জিন। যার আউটপুট ১১০ এইচপি/৯২ এনএম।

Tags:    

Similar News