একের পর এক শক্তিশালী মডেল, প্রিমিয়াম বাইক মার্কেটে উত্তাপ বাড়াচ্ছে Royal Enfied

By :  SUMAN
Update: 2023-02-27 17:15 GMT

ভারতের প্রথম সারির রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) প্রিমিয়াম সেগমেন্টে ইদানিং একটু বেশিই জোর দিচ্ছে। ২০২৩-এর শুরুতেই তারা ফ্ল্যাগশিপ ক্রুজার মডেল Super Meteor 650 লঞ্চ করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের ৬৫০ সিসি সেগমেন্টে নতুন সদস্য হাজির করার তোরজোড় শুরু করেছে Classic 350-র নির্মাতা।

২০২১ এর মিলান মোটরসাইকেল শো-তে প্রদর্শিত Shotgun 650 অথবা SG650-এর কনসেপ্ট মডেলের উপর ভিত্তি করে আনা হবে বাইকটি। ইতিমধ্যেই টেস্টিং চলাকালীন নয়া ৬৫০ সিসি বাইকটি দর্শন মিলেছে। অনুমান করা হচ্ছে এটি Royal Enfield Shotgun 650 নামে বাজারে হাজির হবে।

Royal Enfield Shotgun 650 ডিজাইন

সদ্য লঞ্চ হওয়া Super Meteor 650-র সাথে Shotgun 650-এর ডিজাইনে বেশ কিছু পরিবর্তন রয়েছে। যেমন মিড-সেট ফুগ পেগ পজিশন, ভিন্ন এগজস্ট, ছোট রিয়ার ফেন্ডার এবং লোয়ার সেট হ্যান্ডেলবার। তবে এলইডি হেডল্যাম্পটি Super Meteor 650-এর থেকেই ধার করা। ডিজাইনে ভিন্নতা বজায় রাখতে এতে দেওয়া হয়েছে একটি নতুন কাউল। আবার ৬৫০ সিসির ক্রুজার বাইকটির ইন্সট্রুমেন্ট কনসোল ও ট্রিপার নেভিগেশন সহ Shotgun 650 বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

Royal Enfield Shotgun 650 ইঞ্জিন

জল্পনা চলছে সংস্থার পোর্টফোলিওর অন্যান্য ৬৫০ সিসি বাইকের মতো Shotgun 650-ও একটি ৬৪৮ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন সহ হাজির হবে। যা থেকে ৪৮ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক পাওয়া যাবে। মোটরের সাথে সংযুক্ত থাকবে স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ সহ ৬-স্পিড ট্রান্সমিশন।

যদিও এখনও পর্যন্ত Royal Enfield Shotgun 650-এর লঞ্চের সময়কাল সম্পর্কে অফিসিয়াল কোন তথ্য সামনে আসেনি। ২০২৩-এর গ্রীষ্মে এটি বাজারে হাজির করা হতে পারে বলে অনুমান। লঞ্চের পরই বাইকটি দাম সম্পর্কে নির্দিষ্ট ভাবে বলা সম্ভব।

Tags:    

Similar News