Samsung Galaxy A13 4G ফোনের দাম থাকবে সাধ্যের মধ্যে, ফাঁস হল কালার ও স্টোরেজ অপশন সম্পর্কিত তথ্য
বিগত কয়েক মাস ধরেই স্যামসাং তাদের A-সিরিজের অনেকগুলি স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। তারমধ্যে ৪জি কানেক্টিভিটি সহ Samsung Galaxy A13 মডেলটিও রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, স্যামসাংয়ের এই ফোনটি স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অচেনা নয়, কেননা গত বছর ডিসেম্বরেই Galaxy A13- এর ৫জি সংস্করণটি উন্মোচন করেছিল সংস্থা আর এবার এর ৪জি ভ্যারিয়েন্টটি শীঘ্রই লঞ্চ বাজারে হবে বলে আশা করা হচ্ছে। এখন একটি নতুন রিপোর্ট থেকে আপকামিং Samsung Galaxy A13 4G-এর স্টোরেজ ভেরিয়েন্ট, কালার অপশন এবং দামের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রকাশ্যে এসেছে।
Samsung Galaxy A13 4G- এর দাম (সম্ভাব্য) ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
অ্যাপুয়ালস (Appuals) ওয়েবসাইটের একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৪জি ফোনটি ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে আসবে। এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ১৮০ ইউরো (আনুমানিক ১৫,৩১০ টাকা), ২০০ ইউরো (আনুমানিক ১৭,০১০ টাকা), এবং ২২০ ইউরো (আনুমানিক ১৮,৭১০ টাকা) রাখা হতে পারে৷ হ্যান্ডসেটটি ব্ল্যাক, হোয়াইট এবং লাইট ব্লু- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৪জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A13 4G Expected Specifications)
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৪জি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন (FCC), ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS), এবং ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)- এর সাইট থেকে ছাড়পত্র লাভ করেছে। আবার ফোনটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও স্পট করা হয়েছে৷ এই সমস্ত সাইটের লিস্টিংগুলি প্রকাশ করেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৪জি ফোনে থাকবে সংস্থার এক্সিনস ৮৫০ চিপসেট, ৩ জিবি র্যাম এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে। কানেক্টিভিটির জন্য Samsung Galaxy A13 4G- এ একটি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট করবে। সম্প্রতি প্রকাশ্যে আসা রেন্ডার থেকে জানা গেছে এই ডিভাইসের ব্যাক প্যানেলে কোয়াড-ক্যামেরা সেটআপ দেখা যাবে এবং এই স্মার্টফোনটি ইউএসবি টাইপ-সি পোর্ট ও একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক সহ আসবে৷
প্রসঙ্গত, গত ডিসেম্বরে লঞ্চ হওয়া Samsung Galaxy A13 5G ফোনে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ অফার করে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে এবং এই ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এই স্যামসাং ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ বাজারে উপলব্ধ এবং এতে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যায়। Galaxy A13 5G- তে নিরাপত্তার জন্য রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।