Samsung Galaxy A22 5G ফোনে থাকবে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, দামে থাকবে চমক

By :  SHUVRO
Update: 2021-05-05 17:09 GMT

Galaxy A52 ও Galaxy A72-এর পর Samsung এবার Galaxy A সিরিজের একটি বাজেট স্মার্টফোন বাজারে আনার জন্য কাজ শুরু করেছে৷ Samsung Galaxy A22 5G নামের এই ফোনটির রেন্ডার সম্প্রতি সামনে এসেছিল৷ আবার গিকবেঞ্চে লিস্টেড হওয়ার পাশাপাশি এটি Wi-Fi Alliance-এর ছাড়পত্র পেয়েছে৷ ফলে ফোনটি যে শীঘ্রই লঞ্চ হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে তার আগে Samsung Galaxy A22 5G কে TUV SUD সার্টিফিকেশন সাইটে আজ খুঁজে পাওয়া গেল।

TUV SUD সার্টিফিকেশন সাইট থেকে Samsung Galaxy A22 5G সর্ম্পকে কী কী জানা গিয়েছে

TUV SUD থেকে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি-এর মডেল নম্বর ও ফাস্ট চার্জিং সাপোর্টের বিষয়ে জানা গিয়েছে৷ ডিভাইসটির মডেল নম্বর SM-A226B/DS ও এতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ এছাড়া, TUV SUD লিস্টিং থেকে আর কিছু জানা যায়নি৷

এর আগে সামনে এসেছিল যে, স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনটি ৬.৫ ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে সহ আসতে পারে। সিকিউরিটির জন্য ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড হবে৷ আয়তনে ডিভাইসটি হবে ১৬৭.২x৭৬.৪x৮.৭ মিমি। ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল।

আবার Samsung Galaxy A22 ফোনটি ৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। ফোনটি ৪জি ভার্সনেও উপলব্ধ হবে৷ এই ফোনের ৪জি ভার্সনের মডেল নম্বর SM-A225F৷ গ্যালাক্সি এ২২ ৫জি স্মার্টফোনের দাম ২ লক্ষ সাউথ কোরিয়ান ওন (প্রায় ১৩ হাজার ৪৫০ টাকা) হওয়ার সম্ভাবনা রয়েছে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News