Samsung Galaxy A13, Galaxy A23 5G ফোনের দাম সহ সেলের তারিখ ফাঁস, লঞ্চ হচ্ছে 1 সেপ্টেম্বর
স্যামসাং তাদের A-সিরিজে অন্তর্ভুক্ত Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G হ্যান্ডসেট দুটির দাম এবং লভ্যতা নিশ্চিত করেছে। এই দুটি স্মার্টফোনই তাইওয়ানের বাজারে আত্মপ্রকাশ করেছে এবং আগামী মাস থেকে পাওয়া যাবে। উভয় Samsung ফোনই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। Galaxy A23 5G সম্প্রতি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছে। এটি ৬.৬ ইঞ্চির ইনফিনিটি-ভি ডিসপ্লে সহ ফুল-এইচডি+ রেজোলিউশনের সাথে এসেছে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। আসুন এই নয়া স্যামসাং হ্যান্ডসেট দুটির দামের বিবরণগুলি দেখে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি এবং গ্যালাক্সি এ১৩ ৫জি-এর মূল্য এবং লভ্যতা (Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G Price and Availability)
স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি-এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৮,৯৯০ তাইওয়ান ডলার (প্রায় ২৩,৮০০ টাকা) এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ৯,৯৯০ তাইওয়ান ডলার (প্রায় ২৬,৫০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। ফোনটি আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ব্ল্যাক, ব্লু এবং পীচ- এই তিনটি কালার অপশনে কেনার জন্য উপলব্ধ হবে।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি-এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৬,৯৯০ তাইওয়ান ডলার (প্রায় ১৮,৫০০ টাকা) এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ৭,৯৯০ তাইওয়ান ডলার (প্রায় ২১,২০০ টাকা)। এই নয়া হ্যান্ডসেটটি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালার অপশনে কেনা যাবে।
স্যামসাং স্মার্ট প্যাভিলিয়ন, স্যামসাং মল এবং তাইওয়ানের প্রধান মনোনীত চ্যানেলগুলিতে উভয় স্যামসাং মডেলই উপলব্ধ হবে। কোম্পানি জানিয়েছে যে, ব্যবহারকারীরা যদি আগামী ৩০ সেপ্টেম্বরের আগে গ্যালাক্সি এ১৩ ৫জি এবং ১৫ অক্টোবর পর্যন্ত গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনটি কেনেন, তাহলে তারা বিনামূল্যে ১৫ ওয়াট ইউনিভার্সাল ট্রাভেল চার্জার এবং দুই মাসের জন্য ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium)-এর ফ্রি ট্রায়াল পাবেন।
স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy A23 5G Specification)
ডুয়েল-সিমের Samsung Galaxy A23 5G ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। আবার এই ফোনের অভ্যন্তরীন স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এই স্যামসাং এ-সিরিজের হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A23 5G-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে, এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A23 5G-এ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এতে কানেক্টিভিটির জন্য সামিল আছে ৫জি সংযোগ, ৪জি এলটিই, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এই নয়া স্যামসাং ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সেন্সর, অ্যাক্সিলোমিটার, জিওম্যাগনেটিক সেন্সর, গ্রিপ সেন্সর, ভার্চুয়াল লাইটিং সেন্সর এবং ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর অন্তর্ভুক্ত। সবশেষে, A23 5G-এর পরিমাপ ১৬৫.৪x৭৬.৯x৮.৪ মিলিমিটার।
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy A13 5G Specification)
ডুয়েল-সিমের Samsung Galaxy A13 5G ৯০ হার্টজের রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে সহ এসেছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত। এতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। তবে এই ফোনেও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ প্রসারিত করা যায়। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) ইউজার ইন্টারফেসে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, Galaxy A13 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি তোলার জন্য, ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যায়। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A13 5G ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Galaxy A13 5G ফোনের কানেক্টিভিটি অপশন এবং সেন্সরগুলি Galaxy A23 5G-এর মতোই।