Samsung Galaxy A53 5G কয়েকদিন পরেই লঞ্চ হচ্ছে, তার আগে ফাঁস দাম

Update: 2022-03-03 16:19 GMT

স্যামসাং শীঘ্রই বাজারে তাদের এ-সিরিজের অনেকগুলি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তার মধ্যে অন্যতম হল Samsung Galaxy A53 5G হ্যান্ডসেটটি। এই ডিভাইসটি গতবছর লঞ্চ হওয়া Samsung Galaxy A52 5G-এর উত্তরসূরি হিসেবে আসবে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই স্মার্টফোনটি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশে এসেছে। যেমন শোনা যাচ্ছে এই আপকামিং ডিভাইসে স্যামসাংয়ের Exynos 1200 প্রসেসরটি ব্যবহার করা হবে এবং থাকবে ৮ জিবি র‍্যাম। আবার Samsung Galaxy A53 5G ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ বাজারে পা রাখতে পারে। আবার এখন লঞ্চের আগে ইতালির একটি রিটেইলারের সাইটে তালিকাভুক্ত হয়েছে এই নতুন স্যামসাং ফোনটি, আর এই লিস্টিং থেকেই Samsung Galaxy A53 5G-এর দামও প্রকাশ্যে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি- এর সম্ভাব্য দাম (Samsung Galaxy A53 5G Expected Price)

ইতালির গিজপেই (GizPie) রিটেইল ওয়েবসাইটে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি মডেলটি তালিকাভুক্ত হয়েছে। এই সাইটের লিস্টিংয়ে হ্যান্ডসেটটির ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৪৬৬.৯৯ ইউরো (প্রায় ৩৯,২০০ টাকা)। জানিয়ে রাখি, গতবছর লঞ্চের সময় পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি ফোনের এই একই র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২৯ ইউরো (প্রায় ৩৬,১০০ টাকা) ছিল। তবে, স্যামসাং এখনও এই আপকামিং স্মার্টফোনের দাম বা উপলব্ধতার বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি।

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A53 5G Expected Specifications)

পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির ফুল-এইচডি (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। আবার স্মার্টফোনটির গিকবেঞ্চ (Geekbench) তালিকাটি প্রকাশ করেছে, এই ডিভাইসটি এক্সিনস ১২০০ অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে। এতে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A53 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ক্যামেরা ট্রিপল ক্যামেরা ইউনিটে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে বলে জানা গেছে। এছাড়া, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং এ-সিরিজের এই ডিভাইসে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

Tags:    

Similar News