Samsung Galaxy A73, Galaxy A53, Galaxy A33, Galaxy A23 লঞ্চের দোরগোড়ায় দাঁড়িয়ে, ফাঁস সমস্ত ফিচার
স্যামসাং তাদের A-সিরিজের চারটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। যেগুলি হল Samsung Galaxy A73 5G, Galaxy A53 5G, Galaxy A33 5G, এবং Galaxy A23 5G। তবে লঞ্চের আগেই এখন এক জনপ্রিয় টিপস্টার আপকামিং এই চারটি হ্যান্ডসেটের প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এনেছেন৷ জানা গেছে সমস্ত আসন্ন A-সিরিজের মডেলগুলি কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এই চারটি ডিভাইসের মধ্যে Samsung Galaxy A73 5G মডেলটি প্রিমিয়াম হবে বলেই আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 750 প্রসেসর দ্বারা চালিত হবে। আর Galaxy A53 5G, Galaxy A33 5G, এবং Galaxy A23 5G ফোনগুলি যথাক্রমে Exynos 1200, MediaTek Dimensity 700 এবং MediaTek Dimensity 720 চিপসেট সহ আসবে।
ফাঁস হল Samsung Galaxy A সিরিজের আসন্ন চারটি ফোনের স্পেসিফিকেশন
টিপস্টার স্যাম (@Shadow_Leak) টুইট করে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি, গ্যালাক্সি এ৫৩ ৫জি, গ্যালাক্সি এ৩৩ ৫জি, এবংগ্যালাক্সি এ২৩ ৫জি-এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছেন।
টিপস্টার দাবি করেছেন, গ্যালাক্সি এ৭৩ ৫জি এই চারটি ফোনের মধ্যে সংস্থার সবচেয়ে প্রিমিয়াম মডেল হতে পারে। এছাড়া, গ্যালাক্সি এ৭৩ ৫জি এবং গ্যালাক্সি এ৫৩ ৫জি উভয় ফোনেই কিছুটা একই ধরনের স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি, গ্যালাক্সি এ৫৩ ৫জি এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A73 5G, Galaxy A53 5G Expected Specifications)
টিপস্টারের দাবি, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি এবং গ্যালাক্সি এ৫৩ ৫জি উভয় স্মার্টফোনই ১২০ হার্টজ রিফ্রেশ-রেটের ডিসপ্লে সহ আসবে এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। গ্যালাক্সি এ৭৩ ৫জি এবং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে যথাক্রমে ৬.৭ ইঞ্চি এবং ৬.৫২ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেখা যাবে। আবার গ্যালাক্সি এ৭৩ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, যেখানে স্যামসাংয়ের এক্সিনস ১২০০ চিপসেট সহ গ্যালাক্সি এ৫৩ হ্যান্ডসেটটি আসবে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A73 5G মডেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের সেন্সর, ৮ মেগাপিক্সেলের লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে, Galaxy A53 5G ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের সেন্সর, এবং দুটি ৫ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত একটি ভিন্ন কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় মডেলেই ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি, গ্যালাক্সি এ২৩ ৫জি (Samsung Galaxy A33 5G, Galaxy A23 5G Expected Specifications)
টিপস্টার বলেছেন, স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এবং গ্যালাক্সি এ২৩ ৫জিউভয় স্মার্টফোনই অ্যান্ড্রয়েড ১১-এ চলবে। প্রথম মডেলে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেওয়া হবে। অন্যদিকে, দ্বিতীয় মডেলটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি আইপিএস এলসিডি সহ আসবে। এছাড়া গ্যালাক্সি এ৩৩ ৫জি এবং গ্যালাক্সি এ২৩ ৫জি মডেলগুলিতে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর দুটি ব্যবহার করা হবে বলে জানা গেছে।
ক্যামেরার ক্ষেত্রে, আপকামিং Samsung Galaxy A33 5G- এর রিয়ার প্যানেলে থাকা কোয়াড ক্যামেরা ইউনিটে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেন্সর, ৫ মেগাপিক্সেলের সেন্সর এবং ২ মেগাপিক্সেলের শ্যুটার অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। আবার, Galaxy A23 5G মডেলটির কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার সহ ৮ মেগাপিক্সেলের সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের লেন্স দেওয়া হতে পারে। Galaxy A-সিরিজের আসন্ন দুটি ফোনেই ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।