Samsung Galaxy F12 আজ ১,০০০ টাকা ছাড়ে কেনার সুযোগ, আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি

Update: 2021-04-12 03:58 GMT

এপ্রিলের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy F12। আজ প্রথমবার এই ফোনটি ফ্ল্যাশ সেলে বিক্রির জন্য উপলব্ধ হয়ে। দুপুর ১২ টায় ই-কমার্স সাইট Flipkart ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট samsung.com থেকে ফোনটি কেনা যাবে। স্যামসাং গ্যালাক্সি এফ ১২ এর দাম শুরু হয়েছে ১০,৯৯৯ টাকা থেকে। এই ফোনের মূল আকর্ষণ ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও Samsung Galaxy F12 তে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Samsung Galaxy F12 এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এফ ১২ ফোনটি ভারতের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে। যেগুলি হল ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ও‌ ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ১০,৯৯৯ টাকা ও ১১,৯৯৯ টাকা। ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে- ক্রিস্টাল ব্ল্যাক, সী গ্রিন ও স্কাই ব্লু।

লঞ্চ অফার হিসাবে এই ফোনের ওপর ICICI ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ১,০০০ টাকা ডিসকাউন্ট পাবে। এই অফার ইএমআই ট্রানজেকশনের ক্ষেত্রেও প্রযোজ্য। এছাড়াও নির্বাচিত কিছু ব্যাংকের ডেবিট কার্ড গ্রাহকদের ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে।

Samsung Galaxy F12 এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ ১২, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে‌ সহ এসেছে। আবার এখানে ব্যবহার করা হয়েছে অক্টা কোর এক্সিনস ৮৫০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট উপলব্ধ, ফলে ফোনের স্টোরেজ আরো বাড়ানো যাবে। ক্যামেরার কথা বললে Samsung Galaxy F12 এর পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/২.০), ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.২) পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News