Samsung Galaxy F13 শীঘ্রই ভারতে এন্ট্রি নিচ্ছে, Exynos 850 প্রসেসর সহ থাকবে 4 জিবি র্যাম
দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung খুব শীঘ্রই ভারতের বাজারে F-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করছে চলেছে। জানা গেছে এই ফোনের নাম Samsung Galaxy F13। ইতিমধ্যেই ফোনটি টিজ করতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। ই-কমার্স সাইট Flipkart আজ Samsung এর এই আপকামিং ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। যদিও, সংস্থার পক্ষ থেকে Samsung Galaxy F13 -এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে Samsung India -এর অফিসিয়াল ওয়েবসাইটে Galaxy F13 স্মার্টফোনের সাপোর্ট পেজ লাইভ করা হয়েছিল। যারপর ফোনটির আগমনে যে আর বেশি সময় বাকি নেই, তা আমরা অনুমান করেছিলাম। চলুন আপকামিং Samsung Galaxy F1 স্মার্টফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F13 স্মার্টফোনের ডিজাইন
সম্প্রতি প্রকাশিত টিজারে আসন্ন গ্যালাক্সি এফ-সিরিজের হ্যান্ডসেটের ঝলক দেখানো হয়েছে। টিজার অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এফ১৩ স্মার্টফোনের ব্যাক প্যানেলে থাকা ভার্টিক্যাল অ্যারের ভিতরে ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা গেছে। এই ক্যামেরা সেটআপের বিন্যাস অনেকটাই বিদ্যমান স্যামসাং গ্যালাক্সি এফ২৩ (Samsung Galaxy F23) স্মার্টফোনের অনুরূপ। যাইহোক, টিজারে আরও দেখা গেছে যে, ডিভাইসটি একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ আসবে।
Samsung Galaxy F13 স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
বেশ কিছু সময় পূর্বে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এফ১৩ স্মার্টফোনকে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চের (Geekbench) ডাটাবেসে উপস্থিত হতে দেখা গিয়েছিল। যার দরুন উক্ত ডিভাইসের মুখ্য স্পেসিফিকেশনগুলি আমাদের আর অজানা নেই। বেঞ্চমার্কিং সাইটের লিস্টিং অনুসারে, স্যামসাংয়ের এই লেটেস্ট স্মার্টফোনটি এক্সিনস ৮৫০ (Exynos 850) প্রসেসর এবং ৪জিবি র্যামের সাথে আসবে।
প্রসঙ্গত, Samsung Galaxy F13 সম্ভবত গত মাসে আত্মপ্রকাশ করা Galaxy M13 স্মার্টফোনটির রিব্যাজড মডেল হিসাবে আসতে পারে। এক্ষেত্রে জানিয়ে রাখি, গ্যালাক্সি এম১৩ স্মার্টফোনেও অক্টা-কোর এক্সিনস ৮৫০ প্রসেসর ব্যবহার করে হয়েছিল।
আপনাদের অবগতের জন্য জানিয়ে দিই, বিদ্যমান স্যামসাং গ্যালাক্সি এম১৩ (Galaxy M13) স্মার্টফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এটি মালি জি৫২ জিপিইউ সহ এসেছে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, উক্ত মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এতে ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। স্যামসাং গ্যালাক্সি এম১৩ স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট বিদ্যমান।