Dimensity 700 প্রসেসরের সাথে Samsung Galaxy F42 5G চলতি মাসে ভারতে আসছে
Samsung Galaxy F42 5G ও Galaxy M52 5G চলতি মাসেই ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। টিপস্টার দেবায়ন রয়, গতকাল এই দাবি করেছেন। যদিও কোম্পানির তরফে এই বিষয়ে এখনো কিছুই নিশ্চিত করা হয়নি। তবে মনে হচ্ছে টিপস্টারের ধারণা সম্পূর্ণ সঠিক। কারণ Samsung Galaxy F42 5G কে আজ গুগল প্লে কনসোলের (Google Play Console) ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে ফোনটির মুখ্য কিছু ফিচার সামনে এসেছে।
Samsung Galaxy F42 5G এর Google Play Console লিস্টিং
গুগল প্লে কনসোল থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এফ ৪২ ৫জি ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ইনফিনিটি ভি ডিসপ্লে থাকবে। আবার ডিসপ্লের চারপাশে বেজেল লক্ষণীয়। এই ফোনে ব্যবহার করা হবে MT6833V/NZA (মডেল নম্বর) প্রসেসর। এই মডেল নম্বর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপের জন্য ব্যবহার করা হয়।
আবার এখানে স্যামসাং গ্যালাক্সি এফ ৪২ ৫জি কে ৬ জিবি র্যাম সহ দেখা গেছে। যদিও লঞ্চের সময় এর আরও র্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আশা করা যায়। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। অবশ্যই এতে ওয়ান ইউআই কাস্টম রম দেখা যাবে। সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
উল্লেখ্য, গত জুনে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Samsung দুটি ফোনের ওপর কাজ করছে, যাদের নাম Galaxy Wide 5 (SM-E426B) ও Galaxy F42 5G (SM-E426B)। একই মডেল নম্বর ইঙ্গিত করছে, ফোন দুটি বিভিন্ন মার্কেটে ভিন্ন ভিন্ন নামে লঞ্চ হবে। সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় পাওয়া যেতে পারে Samsung Galaxy Wide 5, যেখানে ভারতে ফোনটি Samsung Galaxy F42 5G নামে আসবে।