হাজার টাকা পর্যন্ত দাম কমলো Samsung Galaxy M01, Galaxy M01s এবং Galaxy M11 এর
বাজারে নতুন ফোন আসতেই পুরানো ফোনগুলির দাম কমিয়ে দেয় কোম্পানিগুলি। দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাংও এবার সে পথ অনুসরণ করলো। কোম্পানির M সিরিজের তিনটি ফোন Samsung Galaxy M01, Galaxy M01s এবং Galaxy M11 আজ থেকে ১,০০০ টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাবে। যদিও এটি একটি সীমিত সময়ের অফার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত Samsung.Com ও Amazon.in থেকে এই ফোনগুলি কম দামে কিনতে পারবেন।
Samsung Galaxy M01, Galaxy M01s এবং Galaxy M11 এর নতুন দাম (সীমিত সময়ের জন্য)
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি এম০১ ফোনটি ৫০০ টাকা ছাড়ে ৭,৪৯৯ টাকায় কেনা যাবে। এই দাম ফোনটির ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের।
আবার স্যামসাং গ্যালাক্সি এম০১এস ফোনটি আগে যেখানে ৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছিলো। এখন ফোনটি ৮,৯৯৯ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ এই ফোনের ওপর কোম্পানি ১,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে।
এদিকে গ্যালাক্সি এম১১ ফোনটির দামও ৫০০ টাকা কমানো হয়েছে। এই ফোনটি ১০,৪৯৯ টাকার বদলে এখন ৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই দাম ফোনটির ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের।
Samsung Galaxy M01, Galaxy M01s এবং Galaxy M11 এর স্পেসিফিকেশন
Samsung Galaxy M01 ফোনের কথা বললে এতে আছে ৫.৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক এমটি৬৭৩৯ প্রসেসর, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Galaxy M01s ফোনে পাবেন ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৪০০০ এমএএইচ ব্যাটারি, ১৩+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও অক্টা কোর মিডিয়াটেক প্রসেসর।
আবার Galaxy M11 ফোনটি এসেছে অক্টা কোর প্রসেসর সহ। এছাড়াও আছে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ১৩+২+৫ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।