Samsung Galaxy M12, Galaxy F12 ফোনের দাম ৫০০ টাকা বাড়ল, ফিচার দেখে নিন

Update: 2021-09-08 12:21 GMT

হালফিলে ভারতের বাজারে, প্রায় প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ডই নিজেদের বাজেট স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে। কয়েকদিন আগেই Samsung তাদের A ও M সিরিজের কয়েকটি ফোনের দাম বৃদ্ধি করেছিল। আজ দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি ফের Galaxy M12 (গ্যালাক্সি এম১২) এবং Galaxy F12 (গ্যালাক্সি এফ১২) ফোনের দাম বাড়িয়েছে। এখন থেকে এই হ্যান্ডসেট দুটি কিনতে গেলে অতিরিক্ত ৫০০ টাকা খসাতে হবে। আসুন দেখে নিই Samsung Galaxy M12 এবং Galaxy F12 ফোনের নতুন দাম কত হয়েছে।

Samsung Galaxy M12 এবং Galaxy F12-এর নতুন দাম

স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের আগে দাম ছিল ১০,৯৯৯ টাকা, কিন্তু এখন মূল্যবৃদ্ধির জেরে এটি ১১,৪৯৯ টাকায় কিনতে হবে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এফ১২ ফোনের দুটি স্টোরেজ সংস্করণেরই দাম বেড়েছে। সেক্ষেত্রে এই স্যামসাং ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত ভ্যারিয়েন্টটি এখন ১০,৯৯৯ টাকার বদলে ১১,৪৯৯ টাকায় পাওয়া যাবে। একইভাবে এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজযুক্ত মডেল কেনা যাবে ১২,৪৯৯ টাকায়; আগে এই ভ্যারিয়েন্টের দাম ছিল ১১,৯৯৯ টাকা।

Samsung Galaxy M12 এবং Galaxy F12-এর স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে ও অক্টা কোর ৮ ন্যানোমিটার (8nm) এক্সিনস প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১১ ওএস বেসড ওয়ান ইউআই কাস্টম রমে রান করা এই ফোনে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির কথা বললে, এই ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ (অ্যাপারচার এফ/২.০) কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা (অ্যাপারচার এফ/২.০)। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ ৫, ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট পাওয়া যাবে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এফ১২ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অপারেটিং সিস্টেম এবং অক্টা কোর স্যামসাং এক্সিনস ৮৫০ প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার ব্যাটারি ব্যাকআপের জন্য মিলবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ১২ ফোনের পিছনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত। ফোনের সামনে থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির কথা বললে,গ্যালাক্সি এফ১২ ফোনটি জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং টাইপ-সি চার্জিং পোর্ট সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News