Samsung Galaxy F12 এক্সিনস ৮৫০ প্রসেসর ও দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হচ্ছে

Update: 2021-04-04 03:55 GMT

Samsung Galaxy F12 আগামী ৫ এপ্রিল ভারতে লঞ্চ করবে। ই-কর্মাস সাইট Flipkart থেকে ইতিমধ্যেই জানা গেছে এই ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। স্যামসাং গ্যালাক্সি এফ১২ এর পিছনে বর্গাকার ক্যামেরা সেটআপ দেখা যাবে। যার মধ্যে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ চারটি ক্যামেরা সেন্সর থাকবে। তবে লঞ্চের একদিন আগে Samsung Galaxy F12 ফোনকে গিকবেঞ্চে (Geekbench) দেখা গেল। যারপরে আর বলার অপেক্ষা রাখেনা এই ফোনটি Samsung Galaxy M12 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এফ ১২ ফোনকে SM-F127G মডেল নম্বরের সাথে দেখা গেছে। এখান থেকে জানা গেছে ফোনটি এক্সিনস ৮৫০ প্রসেসর সহ চলবে। প্রসঙ্গত গ্যালাক্সি এম ১২ ফোনেও একই প্রসেসর ছিল। যাইহোক গিকবেঞ্চ নিশ্চিত করেছে, এই ফোনে ৪ জিবি র‌্যাম থাকবে। যদিও লঞ্চের সময় এর আরও কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের বিশ্বাস।

আবার এর অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ১১। স্বাভাবিক ভাবে ফোনটি ওয়ান ইউআই কাস্টম স্কিন সহ আসবে। Samsung Galaxy F12 এখানে সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১৫৪ এবং ৯৬৯ পয়েন্ট করেছে।

Samsung Galaxy F12 এর দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

যেহেতু এই ফোনটি গ্যালাক্সি এম ১২ এর রিব্র্যান্ডেড ভার্সন হবে তাই দুটি ফোনের দাম ও স্পেসিফিকেশনের মধ্যে বেশি পার্থক্য থাকবেনা। ভারতে Samsung Galaxy M12 এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১০,৯৯৯ টাকা। আবার ১৩,৪৯৯ টাকায় পাওয়া যায় এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

আবার স্যামসাং গ্যালাক্সি এফ ১২ ফোনে উল্লেখিত ফিচারগুলি ছাড়াও, ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। গ্রাফিক্সের জন্য দেওয়া হতে পারে Mali G76 জিপিইউ। সিকিউরিটির জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আবার সেলফিও ভিডিও কলের জন্য দেওয়া হবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির পিছনে চারটি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News