Samsung Galaxy M13 আজ ভারতে লঞ্চ হতে পারে, কত দাম রাখা হবে জেনে নিন
দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং আজ তাদের M সিরিজের একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি সম্প্রতি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে নিশ্চিত করেছে যে, তারা ৬ জুলাই ভারতের একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে, যেখানে একটি ব্র্যান্ড-নিউ হ্যান্ডসেটের ওপর থেকে পর্দা সরানো হবে। স্যামসাং এই স্মার্টফোনটির নাম প্রকাশ করেনি, তবে সংক্ষিপ্ত টিজারটি দেখে মনে করা হচ্ছিলো, এটি Galaxy M33 4G কিংবা নতুন Galaxy M35-মডেল দুটির মধ্যে কোনও একটি হতে পারে। কিন্তু একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, ব্র্যান্ডটি সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হওয়া Samsung Galaxy M13 হ্যান্ডসেটটি এই ইভেন্টে উন্মোচন করতে পারে।
Samsung Galaxy M13 আজ লঞ্চ হতে পারে আসতে পারে ভারতের বাজারে
স্যামমোবাইল (Sammobile) তাদের সাম্প্রতিক রিপোর্টে দাবি করে যে, স্যামসাং ৬ জুলাই যে ইভেন্টটির আয়োজন করেছে, সেখানে আসন্ন গ্যালাক্সি এম১৩ স্মার্টফোনটি লঞ্চ করা হবে। প্রসঙ্গত, স্যামসাং সম্প্রতি ভারতে ১৫,০০০ টাকারও কম দামে গ্যালাক্সি এফ১৩ ফোনটি লঞ্চ করেছে। আর সংস্থা দ্বারা প্রকাশিত লেটেস্ট টিজার ভিডিওটি ইঙ্গিত দেয় যে, স্যামসাং আরেকটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা করছে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার বাজারে লঞ্চ হওয়ার ফলে গ্যালাক্সি এম১৩-এর স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই। আসুন এগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যায়।
স্যামসাং গ্যালাক্সি এম১৩-এর স্পেসিফিকেশন ও ফিচার (Samsung Galaxy M13 Specification and Features)
দক্ষিণ কোরিয়াতে সদ্য উন্মোচিত হওয়া গ্যালাক্সি এম১৩-এ আছে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে, যা এইচডি+ রেজোলিউশন অফার করে। হ্যান্ডসেটটিতে ওয়াটারড্রপ-স্টাইলের নচযুক্ত ডিসপ্লে ডিজাইন রয়েছে। এটি স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ৮৫০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। গ্যালাক্সি এম১৩ অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M13-এর ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউলের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, এই ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের ফিক্সড-ফোকাস ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্যামসাং ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। Galaxy M13 স্যামসাংয়ের কেনক্স (Knox) মোবাইল নিরাপত্তা প্ল্যাটফর্মের সাথে এসেছে। ফোনটিতে নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। স্যামসাং এর রিটেইল বাক্সে একটি চার্জার অন্তর্ভুক্ত করবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি একটি বাজেট রেঞ্জের হ্যান্ডসেট।
উল্লেখ্য, Samsung Galaxy M13-এর দাম ভারতে ১৫,০০০ টাকার নীচে হতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, পূর্বসূরি Galaxy M12 এদেশে ১০,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। সুতরাং, এই মডেলের দামটি অনুরূপ প্রাইস রেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আশা করা যায়। Galaxy M13-এর বেস ভ্যারিয়েন্টটি সম্ভবত ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ অফার করবে।