ফের দাম কমলো Samsung Galaxy M31s এর, এখন পাবেন এত সস্তায়

By :  SUMAN
Update: 2021-02-24 09:32 GMT

ভারতে আরও সস্তা হল Samsung Galaxy M31s। গতবছর জুলাইয়ে লঞ্চ হওয়া এই ফোনটি এখন ১,০০০ টাকা কমে পাওয়া যাবে। এর আগে গত সেপ্টেম্বরেও ফোনটির মূল্য ১,০০০ টাকা কমানো হয়েছিল। আসলে নতুন ফোন লঞ্চ করার পাশাপাশি স্যামসাং বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পুরানো ফোনগুলির দাম নিয়মিত কাটছাঁট করেছে। গত একমাসে Galaxy A21s সহ Samsung এর বহু ফোনের দাম আমরা কমতে দেখছি। গ্যালাক্সি এম৩১এস এর কথা বললে এতে আছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy M31s এর নতুন দাম

এতদিন স্যামসাং গ্যালাক্সি এম৩১এস এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৯,৪৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ছিল ২১,৪৯৯ টাকা। তবে এখন থেকে এই দুই ভ্যারিয়েন্ট যথাক্রমে ১৮,৪৯৯ টাকা ও ২০,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

৯১মোবাইলস এর তরফে জানানো হয়েছে অফলাইনে আজ থেকেই নতুন দামে ফোনটির দুটি ভ্যারিয়েন্ট কেনা যাবে। যদিও অনলাইনে আমরা এখনও আগের দামেই ফোনটিকে দেখতে পেয়েছি। সম্ভবত আগামীকাল থেকে অনলাইনেও Samsung Galaxy M31s নতুন দামে বিক্রি হবে।

Samsung Galaxy M31s এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৩১এস ফোনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮২ প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স + ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স আছে। আবার সেলফির জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সামনের ও পিছনের ক্যামেরা দিয়ে 4K ও সুপার স্লো মোশন ভিডিও ক্যাপচার করা যাবে।

ফোনটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড Infinity-O ডিসপ্লে সহ এসেছে। এতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ৯৬১১ প্রসেসর। সিকিউরিটির জন্য এতে পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার Samsung Galaxy M31s ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএএইচ ব্যাটারির সাথে এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News