৩,০০০ টাকা ছাড়, দুর্দান্ত ফিচারের Samsung Galaxy M52 5G আজ সস্তায় কেনার সুযোগ
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M52 5G। আজ প্রথমবার ভারতে ফোনটি কেনা যাবে। ই-কমার্স সাইট Amazon ও সংস্থার নিজস্ব ওয়েবসাইট Samsung.com থেকে ফোনটির সেল শুরু হবে। যদিও গতকাল অ্যামাজন প্রাইম মেম্বাররা Samsung Galaxy M52 5G ফোনটি কেনার সুযোগ পেয়েছিলেন। সেল উপলক্ষ্যে আজ এই ফোনের উপর ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফিচারের কথা বললে এই ফোনে পাওয়া যাবে, ১১টি 5G ব্যান্ড সাপোর্ট, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর।
Samsung Galaxy M52 5G দাম ও অফার
স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে ৩১,৯৯৯ টাকা। ফোনটি ব্লেজিং ব্ল্যাক ও আইসি ব্লু কালারে বেছে নেওয়া যাবে।
অফারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওপর ৩,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। অর্থাৎ, ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে ২৬,৯৯৯ টাকায় ও ২৮,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া HDFC ব্যাংকের কার্ডধারীরা ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন। শুধু তাই নয়, ১,০০০ টাকা শপিং কুপন, প্রাইম মেম্বারদের ছ’মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট ও ন’মাসের নো কস্ট ইএমআই অফার দেওয়া হবে।
Samsung Galaxy M52 5G স্পেসিফিকেশন, ফিচার
ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কাস্টম স্কিনে রান করবে। এই ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের কাট আউটের মধ্যে উপস্থিত ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ এসেছে স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
ক্যামেরার কথা বললে, Samsung Galaxy M52 5G ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার), ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২ অ্যাপারচার) ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (এফ/২.৪ অ্যাপারচার)।
সিকিউরিটির জন্য ফোনে পাওয়া যাবে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে রয়েছে 5G, 4G LTE, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনের ওজন ১৭৩ গ্রাম।