Galaxy Note সিরিজের আর কোনো ফোন আনবে না Samsung, নিশ্চিত করল সংস্থা

Update: 2022-03-02 11:46 GMT

বর্তমানে স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২ (MWC 2022)- এর মঞ্চে বিভিন্ন স্মার্টফোন সংস্থাগুলি ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। তার মধ্যে স্যামসাংয়ের পক্ষ থেকে করা একটি বড় ঘোষণা প্রযুক্তিমহলে শোরগোল ফেলেছে। এই ইভেন্টে এক স্যামসাং অধিকর্তা জানিয়েছেন, সংস্থার বহুল পরিচিত Galaxy Note-এর স্থানটি অধিকার করবে স্যামসাংয়ের নতুন Galaxy Ultra। প্রসঙ্গত গত মাসে বাজারে পা রেখেছে Samsung Galaxy S22 সিরিজটি। এই সিরিজের সব থেকে প্রিমিয়াম মডেল হিসেবে Galaxy S22 Ultra সকলেরই নজর কেড়েছে। এই ফোনটি এসেছে স্যামসাংয়ের এস পেন (S Pen) সাপোর্ট সহ। যা দেখে অনেকেই মনে করেছিলেন এটি সংস্থার চিরাচরিত নোট সিরিজের একটি বিকল্প হিসেবে প্রতিস্থাপিত হতে পারে।

Galaxy Note-এর বিকল্প এবার Samsung Galaxy Ultra

স্যামসাংয়ের স্মার্টফোন আর্ম-এর এক্সিকিউটিভ রোহ-টিমুন (Roh-Taemoon) ইঙ্গিত দিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি আর তাদের গ্যালাক্সি নোট সিরিজের অধীনে কোনও নতুন স্মার্টফোন লঞ্চ করবে না, বরং লেটেস্ট গ্যালাক্সি এস২২ আল্ট্রা মডেলকেই এর শ্রেষ্ঠ বিকল্প হিসেবে গণ্য করা হবে। জানিয়ে রাখি, সর্বশেষ গ্যালাক্সি নোট প্রকাশিত হয়েছিল ২০২২ সালে, সেসময় গ্যালাক্সি নোট ২০ এবং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফোন দুটি লঞ্চ হয়। একটি গ্যালাক্সি নোট থেকে আশা করা যায়, এমন সবকিছুরই প্রতিফলন গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফ্ল্যাগশিপ মডেলে উপস্থিত ইন্টিগ্রেটেড স্টাইলাস ডিজাইনে দেখতে পাওয়া গেছে। ডিজাইনের এই অভিন্নতা রিসোর্স এবং বিক্রি বাড়ানোর জন্য সংস্থার একটি ব্যবসায়িক সিদ্ধান্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ ২০১১ সালে প্রথম প্রকাশ্যে আসার পর থেকে গ্যালাক্সি নোট লাইনআপের সাফল্যে অনেক ওঠানামা লক্ষ্য করা গেছে।

এছাড়াও, প্রযুক্তির উন্নতিকে কাজে লাগিয়ে স্যামসাং ইতিমধ্যেই স্মার্টফোন অনুরাগীদের উপহার দিয়েছে তাদের বিস্তৃত ফোল্ডেবল স্মার্টফোন রেঞ্জ। Samsung Galaxy Z Fold 3 এবং Z Flip 3- এর মতো ফোল্ডেবল ফোনগুলির মাধ্যমে সংস্থাটি এক অগ্রণী ভূমিকা পালন করেছে। এই স্মার্টফোনগুলির আবির্ভাব গ্যালাক্সি নোট লাইনআপের উপযোগিতাকে আরও সীমাবদ্ধ করে দিয়েছে, কারণ আধুনিক যুগের স্মার্টফোন ব্যবহারকারীরা কমপ্যাক্ট এবং বহুমুখী ডিসপ্লেই বেশি পছন্দ করছেন।

উল্লেখ্য, Samsung Galaxy S22 Ultra হ্যান্ডসেটটি গ্যালাক্সি নোট প্রেমীদের চাহিদা পূর্ণ করার লক্ষ্যে আরও বেশি যোগ্য উত্তরসূরি হিসাবে কাজ করবে এবং রোহ-টিমুনের মতে, স্যামসাং Galaxy Note-এর মতো আরও বেশ কিছু ডিভাইস অদূর ভবিষ্যতে বাজারে আনতে পারে।

Tags:    

Similar News