৩০ মার্চ থেকে সেল শুরু Samsung Galaxy S20 FE 5G এর, দাম জেনে নিন

By :  PUJA
Update: 2021-03-26 03:15 GMT

Samsung গতবছর Galaxy S20 FE 5G এর সাথে Galaxy S20 FE 4G লঞ্চ করেছিল। যদিও ভারতে কেবল এর 4G মডেল কে আনা হয়। কিন্তু সম্প্রতি জানা জানা গিয়েছিল, আগামী সপ্তাহেই ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন ৫জি। সেই মতই স্যামসাং ভারতের (Samsung India) অফিসিয়াল সাইটে এই ফোনটিকে অন্তর্ভুক্ত করা হল। শুধু তাই নয়, একটি টিজারে কোম্পানি জানিয়েছে আগামী ৩০ মার্চ থেকে ভারতে Samsung Galaxy S20 FE 5G এর সেল শুরু হবে।

Samsung Galaxy S20 FE 5G এর দাম ও সেল

টিপস্টার মুকুল শর্মা, সর্বপ্রথম স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন ৫জি কে খুঁজে পান। তিনি জানান ফোনটির সেল শুরু হবে ৩০ মার্চ। পাশাপাশি তিনি টুইটে ফোনটির মাইক্রোসাইটের লিংকও শেয়ার করেন। যদিও টিপস্টার ফোনটির দাম জানাননি।

https://twitter.com/stufflistings/status/1375113183573155847

তবে IANS এর রিপোর্ট অনুযায়ী, ভারতে এই ফোনের দাম রাখা হবে ৫০,০০০ টাকার কাছাকাছি। জানিয়ে রাখি এর ৪জি মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা। যদিও ডিসকাউন্টে ফোনটি অনলাইনে ৪০,০০০ – ৪৫,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। সেক্ষেত্রে ৫জি ভ্যারিয়েন্টের জন্য ৫,০০০ টাকা অতিরিক্ত ব্যয় করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy S20 FE 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন ৫জি এর স্পেসিফিকেশন এর ৪জি মডেলের মত। কেবল প্রসেসরের ক্ষেত্রে পার্থক্য আছে। ৪জি মডেলে যেখানে আছে এক্সিনস ৯৯০ প্রসেসর। সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ৫জি মডেলে। এছাড়া Samsung Galaxy S20 FE 5G ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

আবার এতে আছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার এমোলেড Infinity-O ডিসপ্লে। এই ডিসপ্লে এসেছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪০৭ পিপিআই সহ। আবার এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যদিও বক্সের মধ্যে ১৫ ওয়াট চার্জার পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন ৫জি ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর + ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর। আবার সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউ আই ৩.০ ইন্টারফেস সহ ভারতে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News