আজ থেকে ভারতে কেনা যাবে Samsung Galaxy S20 FE

By :  techgup
Update: 2020-10-16 05:41 GMT

এমাসের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S20 FE। আজ থেকে এই ফোনটির সেল শুরু হবে। ই-কমার্স সাইট Amazon, Samsung.com ও অফলাইন রিটেল স্টোর থেকে ফোনটি কেনা যাবে। এমনকি যারা ফোনটি প্রি-অর্ডার করেছিল, তারাও আজ থেকে ডেলিভারি পাবে। ফ্ল্যাগশিপ রেঞ্জে আসা স্যামসাং গ্যালাক্সি এস ২০ ফ্যান এডিশন ক্লাউড রেড, ক্লাউড ল্যাভেন্ডার, ক্লাউড মিন্ট, ক্লাউড হোয়াইট এবং ক্লাউড নেভি কালারে পাওয়া যাবে। ভারতে এই ফোনটি 4G ভ্যারিয়েন্টের সাথে এসেছে। Galaxy S20 FE ফোনে পাবেন এক্সিনস প্রসেসর।

Samsung Galaxy S20 FE দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এস ২০ ফ্যান এডিশন ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে, যার দাম ৪৯,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসাবে HDFC ব্যাংকের কার্ড গ্রাহকরা ৪,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। এছাড়াও ফোনটি নো কস্ট ইএমআই অফারে কেনা যাবে। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করে ৩,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলবে।

Samsung Galaxy S20 FE স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস ২০ ফ্যান এডিশনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার এমোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যেটিকে কোম্পানি Infinity-O বলছে, এর মধ্যে দেওয়া হয়েছে এফ/২.০ অ্যাপারচার ও অটোফোকাস সহ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিসপ্লের সুরক্ষার জন্য এখানে কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। Samsung Galaxy S20 FE ফোনে আছে এক্সিনস ৯৯০ প্রসেসর। এতে পাবেন ৮ জিবি র‌্যাম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়াইউআই ২.০ কাস্টম স্কিনের সাথে লঞ্চ হয়েছে।

ক্যামেরার কথা বললে স্যামসাং গ্যালাক্সি এস ২০ এফই ফোনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ ওয়াইড এঙ্গেল লেন্স সহ ১২ মেগাপিক্সেল। এরসাথে ডুয়াল ফেস ডিটেকশন অটোফোকাস সাপোর্ট করবে। এছাড়াও দ্বিতীয় ক্যামেরাটি হল ১২ মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর। পাওয়ারের কথা বললে এতে পাবেন ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। যেখানে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। যদিও বক্সের মধ্যে ১৫ ওয়াট চার্জার পাবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট উপলব্ধ।

আবার এই ফোনটির বডি আইপি৬৮ রেটিং প্রাপ্ত এবং সিকিউরিটির জন্য এতে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার এতে পাবেন স্টেরিও স্পিকার, যার সাথে Dolby audio টেকনোলজি যুক্ত।

Tags:    

Similar News