Samsung Galaxy S22 Ultra আগামী মাসেই বাজারে আসছে, তার আগে সামনে এল AnTuTu ও Geekbench-এর স্কোর

Update: 2022-01-20 07:36 GMT

গতকাল (১৮ জানুয়ারি) স্যামসাং পর্দা সরিয়েছে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রসেসর Exynos 2200- এর ওপর থেকে। এই চিপসেটটি আসন্ন Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোনগুলিতে দেখা যাবে। এই লাইনআপে থাকা Samsung Galaxy S22, Galaxy S22+ ও Galaxy S22 Ultra - এই তিনটি ফোন মার্কেটের ওপর ভিত্তি করে Snapdragon 8 Gen 1 বা Exynos 2200 প্রসেসর সহ বাজারে পা রাখবে। এছাড়াও ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ সম্পর্কে বিভিন্ন রিপোর্ট থেকে একাধিক তথ্য প্রকাশে এসেছে। এখন আবার AnTuTu ও Geekbench - এই দুটি বেঞ্চমার্কিং সাইটে S22 লাইনআপের সবথেকে প্রিমিয়াম মডেল Samsung Galaxy S22 Ultra- এর প্রাপ্ত স্কোরগুলি প্রকাশ্যে এসেছে।

Samsung Galaxy S22 Ultra ফোনের AnTuTu ও Geekbench থেকে প্রাপ্ত পয়েন্ট প্রকাশ হল

টিপস্টার ইশান আগরওয়াল মাইস্মার্টপ্রাইসের (My Smart Price) সাথে যৌথভাবে আনটুটু (AnTuTu) ও গিকবেঞ্চ (Geekbench) সাইটের পরীক্ষায় স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা (এক্সিনস ২২০০ ভ্যারিয়েন্ট) ফোনটির প্রাপ্ত স্কোরগুলি প্রকাশ্যে এনেছেন। জানা গেছে, এক্সিনস ২২০০ প্রসেসর যুক্ত স্যামসাংয়ের এই ফ্লাগশিপ স্মার্টফোনটি আনটুটু বেঞ্চমার্কিং সাইটে ৯,৬৫,৮৭৪ স্কোর করেছে। আর গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে, সামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা যথাক্রমে ১,১০৮ এবং ৩,৫১৬ পয়েন্ট অর্জন করেছে।

জানিয়ে রাখি, এর আগে Samsung Galaxy S22 Ultra-এর Snapdragon 8 Gen 1 ভ্যারিয়েন্টটি সিঙ্গেল-কোর টেস্টে ১,২১৯ এবং মাল্টি-কোর টেস্টে ৩,১৫৪ স্কোর করেছে।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy S22 Ultra Expected Specifications)

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনে থাকতে পারে ৬.৮ ইঞ্চির কোয়াড এইচডি+ ডায়নামিক ২এক্স (2X) AMOLED ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ১,৭৫০নিট হতে পারে৷ এই ফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪ (One UI 4) কাস্টম স্কিনে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy S22 Ultra ফোনের রিয়ার প্যানেলে দেওয়া হতে পারে কোয়ার্ড ক্যামেরা ইউনিট। এটির মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাজেশন (OIS) সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৩এক্স (3x) জুম এবং ওআইএস সহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, ওআইএস যুক্ত ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। ফোনের সামনে উপস্থিত থাকতে পারে ৪০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Samsung Galaxy S22 Ultra ফোনটি ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ সহ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই স্মার্টফোনটি গ্যালাক্সি নোট সিরিজের মত এস-পেন (S Pen) সাপোর্ট সহ আসবে বলে জানা গেছে। ফ্যান্টম হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক, গ্রীন এবং বারগান্ডির - এই চারটি কালারে ক্রেতারা বেছে নিতে পারবেন Samsung Galaxy S22 সিরিজের Ultra মডেলটিকে।

Tags:    

Similar News