একসঙ্গে আসছে একগুচ্ছ ডিভাইস, Samsung Galaxy S23 FE, Galaxy Tab S9 FE কবে লঞ্চ হবে জেনে নিন
স্যামসাং বর্তমানে তাদের আসন্ন Fan Edition-এর ডিভাইস, Samsung Galaxy S23 FE এবং Galaxy Tab S9 FE সিরিজের ওপর কাজ করছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এগুলির স্পেসিফিকেশন সম্পর্কে বহু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। যদিও, স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে সেপ্টেম্বর মাসেই ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। কিন্তু এখন এক সুপরিচিত টিপস্টার Samsung Galaxy S23 FE এবং Galaxy Tab S9 FE-এর লঞ্চ সম্পর্কে ভিন্ন দাবি করেছেন। তার মতে, স্যামসাং সেপ্টেম্বর মাসের শুরুতে বার্লিনে আয়োজিত আইএফএ ২০২৩ (IFA 2023) ইভেন্টে এই প্রোডাক্টগুলি লঞ্চ করবে না, বরং কোম্পানি এই বছরের শেষের দিকে এগুলিকে বাজারে আনার পরিকল্পনা করেছে।
সামনে এল Samsung Galaxy S23 FE এবং Tab S9 FE-এর লঞ্চের বিবরণ
সুপরিচিত এবং নির্ভরযোগ্য টিপস্টার ম্যাক্স জাম্বোর এক্স (টুইটার)-এর একটি পোস্টে জানিয়েছেন যে, স্যামসাংয়ের পরবর্তী প্রোডাক্ট লঞ্চ চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে সংঘটিত হবে, তিনি বিশেষভাবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই এবং আইওটি (IoT) ডিভাইসগুলির পাশাপাশি আরও কিছু এফই মডেলের কথা উল্লেখ করেছেন, যা এবছরের শেষ ত্রৈমাসিকে উন্মোচিত হবে। অর্থাৎ, ২০২৩ সালের অক্টোবরের আগে নতুন স্যামসাং প্রোডাক্ট লঞ্চ হবে না। টিপস্টারের এই বক্তব্য সত্য হলে, কোম্পানির অনুরাগীদের এখন অন্তত এক মাস অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, এস২৩ এফই এবং ট্যাব এস৯ এফই ছাড়া, আর কোন “এফই” ডিভাইস লঞ্চ হবে, তা আপাতত অজানা। কিন্তু স্যামসাং গ্যালাক্সি বাড এফই ভ্যারিয়েন্ট নিয়ে কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ফলে এটির লঞ্চের সম্ভাবনা রয়েছে। ইন্টারনেট অফ থিংস (IoT) ডিভাইসের মধ্যে, গ্যালাক্সি স্মার্টট্যাগ ২ বাজারে আসতে পারে, যা প্রথম প্রজন্মের সংস্করণের চেয়ে ভিন্ন ডিজাইনের সাথে হাজির হবে।
Samsung Galaxy S23 FE-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Samsung Galaxy S23 FE ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির ফুলএইচডি+ ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি অঞ্চলের ওপর ভিত্তি করে দুটি প্রসেসর সংস্করণে আসবে। একটিতে Qualcomm Snapdragon 8 Gen 1 থাকবে এবং অপরটি ইন-হাউস Exynos 2200 দ্বারা চালিত হবে। Galaxy S23 FE সম্ভবত সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে। এই স্যামসাং ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) সফ্টওয়্যার স্কিনে চলবে। এটি চার বছরের প্রধান ওএস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে আশা করা যায়।
ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy S23 FE-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেলের এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১০ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S23 FE-এ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট করবে। এছাড়াও এতে মিলবে ওয়্যারলেস চার্জিং এবং জল ও ধুলো প্রতিরোধী আইপি রেটিং।
Samsung Galaxy Tab S9 FE সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Samsung Galaxy Tab S9 FE সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য এখনও সামনে আসেনি। তবে সম্প্রতি স্যামসাং ঘটনাচক্রে লাইনআপটির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করেছে। স্ট্যান্ডার্ড Tab S9 FE-তে ১১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, আর Galaxy Tab S9 FE Plus ১২.৪ ইঞ্চির বড় অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে বলে শোনা যাচ্ছে। এই দুটি ট্যাবলেটেই ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে। এগুলি স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। ট্যাবগুলি দুটি কনফিগারেশনে লঞ্চ হতে পারে - ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। 'Plus' ভ্যারিয়েন্টে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৯,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহৃত হবে বলে শোনা যাচ্ছে।