Samsung Galaxy M42 5G সহ একাধিক ফোনের ওপর ডিসকাউন্ট ও ব্যাংক অফার, কোথায় পাবেন জেনে নিন
Samsung Summer Days : আপনি কি Samsung স্মার্টফোন প্রেমী? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর! আসলে কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে Samsung Summer Days' সেল। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট, samsung.com-এ চলা এই সেলের দৌলতে এখন কোম্পানির হ্যান্ডসেটগুলিকে অতিশয় কম মূল্যে পকেটস্থ করে নেওয়া যাচ্ছে। আর খরিদ্দারীর ক্ষেত্রে, ডিসকাউন্টের পাশাপাশি থাকছে নানাবিধ আকর্ষণীয় অফার, এবং ইএমআই -এর সুবিধা। তাই আপনিও যদি Samsung এর কোনো হ্যান্ডসেট খোঁজ করে থাকেন, তাহলে আর দেরি করবেন না। আসুন 'Samsung Summer Days' সেলে উপলব্ধ কয়েকটি স্মার্টফোনের বিশেষত্ব ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy M42 5G ফিচার ও অফার :
৬.৬ ইঞ্চির সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লের সাথে আসা স্যামসাং -এর এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা উন্নত পারফরম্যান্স সরবরাহ করবে। এছাড়া, এই ৫জি স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে থাকছে, কনক্স (Knox) সিকিউরিটির প্রোটেকশন, ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ পাওয়ারের শক্তিশালী ব্যাটারি।
এতগুলি অত্যাধুনিক ফিচারের সাথে কনফিগার হয়ে আসা এই ফোনটির ৬ জিবি র্যাম যুক্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রকৃত মূল্য, ২৪,৯৯৯ টাকা। তবে, ১২% ডিসকাউন্টের পর এটির বিক্রয় মূল্য গিয়ে দাঁড়িয়েছে, ২১,৯৯৯ টাকায়। অন্যদিকে, শপিং -এর সময় যদি HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হয়, তাহলে অতিরিক্তভাবে আরো ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে। যার দরুন, হ্যান্ডসেটটিকে ২০,০০০ টাকারও কমে কিনে নেওয়া যাচ্ছে এখন।
গ্রাহকেরা চাইলে স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের আওতায়ও এই ফোনটিকে কিনতে পারবেন। এর জন্য তাদের, নূন্যতম ১০৯০.৯০ টাকা ইএমআই দিতে হবে প্রতি মাসে। জানিয়ে রাখি, এই স্ট্যান্ডার্ড ইএমআই অফারটিকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ২৪ মাসের ইএমআই প্ল্যানের মধ্যে সামিল করা হয়েছে।
Samsung Galaxy F12 ফিচার ও অফার :
ফিচারের প্রসঙ্গে বললে, স্যামসাং -এর গ্যালাক্সি সিরিজের এই স্মার্টফোনটিতে, ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, Isocell GM2 সেন্সর যুক্ত ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া এতে, ৬,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট অ্যাডাপ্টিভ ফাস্ট-চার্জিং সাপোর্ট করে।
স্যামসাং -এর এই বাজেট হ্যান্ডসেটটির ৪ জিবি র্যাম যুক্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম, ১২,৯৯৯ টাকা। তবে, সেলের দরুন ২৩% ডিসকাউন্টের পর এটিকে মাত্র ৯,৯৯৯ টাকায় কিনে নেওয়া সম্ভব। আর আপনি যদি আরো সস্তায় এই ফোনটিকে কিনতে চান তাহলে থাকছে ব্যাঙ্ক অফার। এই অফারের অধীনে, HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে গ্রাহকেরা ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন।
ক্রেতারা চাইলে স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের আওতায়ও এই ফোনটিকে কিনতে পারবেন। এর জন্য তাদের, নূন্যতম ১০৯০.৯০ টাকা ইএমআই দিতে হবে প্রতি মাসে।
Samsung Galaxy F41 ফিচার ও অফার :
স্যামসাং -এর এই স্মার্টফোনটি, এক্সিনস ৯৬১১ প্রসেসরের সাথে এসেছে। আবার এতে থাকছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬,০০০ এমএএইচ পাওয়ারের দুর্দান্ত ব্যাটারি।
অফারের কথা বললে, এই ফোনটির ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি, ২০,৯৯৯ টাকা। কিন্তু ডিসকাউন্টের পর এটিকে ১৪,৪৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। এছাড়া, খরিদ্দারীর সময়ে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করলে অথবা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফুল পেমেন্ট করলে ১০% বা ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও দেওয়া হবে।