জামাতে লাগিয়ে ফেলুন এই বিশেষ AC, চাঁদিফাটা রোদেও পাবেন বরফ শীতল অনুভূতি

Update: 2023-05-12 13:05 GMT

এই প্রবল গরমের মরশুমে এয়ার কন্ডিশনার, এয়ার কুলার ইত্যাদি কেনার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে যায়। কারণ বাড়িতে একটু শান্তির শ্বাস নিতে অধিকাংশই এই অ্যাপ্লায়েন্সগুলির ওপর ভরসা করেন। কিন্তু সবাই যে এগুলি সবসময় কিনে উঠতে পারেন তা নয়, তাছাড়া বড় এসি, কুলার বাড়ির বাইরে ব্যবহার করা যায়না। সেক্ষেত্রে বাজারে উপলব্ধ কুলার বা ফ্যানের পোর্টেবল সংস্করণ বাদে আপনি যদি নতুন কিছু ট্রাই করতে চান, তাহলে আপনার সুবিধার জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। কারণ আজ আমরা আপনাকে এমন একটি বিশেষ প্রোডাক্টের কথা বলব, যার সাহায্যে আপনি যেকোনো জায়গায় যেকোনো সময় নিজের শরীর ঠান্ডা রাখতে পারবেন। এতে আপনার কোনো দৈহিক সমস্যা হবেনা এবং এটি সহজেই জামা-কাপড়ের সাথে ফিট করা যাবে।

গরমে জেরবার? মুশকিল আসানের নাম Sony Reon Pocket 2

প্রায় দু-বছর আগে সোনি কোম্পানি Sony Reon Pocket 2 (সোনি রেয়ন পকেট ২) নামে একটি পার্সোনাল পিউরিফায়ার লঞ্চ করে, যা গ্রীষ্মকালীন দিনগুলিতে ঠান্ডা আমেজ পেতে অব্যর্থ বিকল্প। কোম্পানির দাবি অনুযায়ী, এটিকে যেকোনো জায়গায় ফিট করা যায়, আর সবচেয়ে বড় ব্যাপার হল যে এই প্রোডাক্টটি থেকে গরম এবং ঠান্ডা বাতাস দু ধরণের বাতাসই পাওয়া যায়। তাছাড়া যেমনটা শুরুতেই বলেছি, এই Sony Reon Pocket 2 ইনডোর এবং আউটডোর সমস্ত জায়গাতেই ব্যবহার করা যাবে।

আসলে এই ডিভাইসটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যার ফলে এটি বেশ হালকা ওজনের। আর কম ওজন, ছোট্ট আকারের কারণে এটিকে বহন করার জন্য বেশি বেগ পেতে হয়না। এতে বিদ্যুৎ ছাড়াই চমৎকার বায়ু প্রবাহ পাওয়া যায়, এক্ষেত্রে ডিভাইসটিতে দেওয়া হয়েছে একটি ব্যাটারি যা ফ্যান চালু করে। শুধু তাই নয়, এই পকেট এসি জাতীয় ডিভাইসটি চার্জ করার ক্ষেত্রেও তেমন ঝামেলা নেই, এতে মিলবে ইউএসবি চার্জিং সাপোর্ট।

Sony Reon Pocket 2 ডিভাইসের দাম, লভ্যতা

এই বিশেষ ডিভাইসটি কিনতে চাইলে খরচ করতে হবে প্রায় ২২ হাজার টাকা। এটি আগ্রহীরা অনলাইন থেকে কিনতে পারবেন।

Tags:    

Similar News