Tata Steel ও HSBC গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের মধ্যে ইলেকট্রিক স্কুটার বিতরণের উদ্যোগ নিল

টাটা স্টিল ফাউন্ডেশন (Tata Steel Foundation) এবং এইচএসবিসি (HSBC) ব্যাঙ্ক যৌথভাবে স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৫৬৫টি ইলেকট্রিক স্কুটার বিতরণে কথা ঘোষণা করেছে। খনিজ পদার্থ সমৃদ্ধ ঝাড়খন্ডের কোলহান অঞ্চলের সুপারভাইজার পদে কর্মরত নির্বাচিত স্বাস্থ্যকর্মী, এএনএম (ANM)-দের হাতে ই-স্কুটারগুলির চাবি তুলে দেওয়া হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের যাতে আরও সহজে পরিষেবা দেওয়া যায়, সে কারণেই এই সিদ্ধান্ত।

এই উদ্যোগ প্রসঙ্গে টাটা স্টিল ফাউন্ডেশনের এর এক শীর্ষকর্তার দাবি, “ভারতে এই ধরনের উদ্যোগ প্রথম।” উল্লেখ্য, সিংভূমের তিনটি জেলা নিয়ে গঠিত কোলহান বিভাগ। যার মধ্যে রয়েছে পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম এবং সেরাইকেলা-খারসোয়ান। একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে টাটা স্টিলের চিফ সিএসআর অফিসার সৌরভ রায় (Sourav Roy) মন্তব্য করেন, “কোভিড-১৯ অতিমারি আবহে প্রত্যন্ত গ্রামাঞ্চলের সন্তানসম্ভবা মহিলাদের কাছে স্বাস্থ্যকর্মীদের পৌঁছাতে খুবই সমস্যার কথা সামনে এসেছে‌। তাই জেলা প্রশাসক, ঝাড়খন্ড সরকারের সমর্থনে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।”

ওই ৫৬৫-টি বৈদ্যুতিক স্কুটার বিতরণের প্রসঙ্গে সৌরভ রায়ের বক্তব্য, “প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কয়েকজন সাহিয়া-সাথি এবং এএনএম-দের মধ্যে ১৮১টি ইলেকট্রিক স্কুটার বিতরণ করা হবে। আগামী ২০ তারিখ ২৩৪ জন সিংভূম জেলার এবং ২৭ মার্চ আরও ১৫০ জন স্বাস্থ্য কর্মীদের হাতে বৈদ্যুতিক স্কুটারের চাবি তুলে দেওয়া হবে।” এছাড়া সদর হাসপাতাল এবং শহরের সংযোগস্থলগুলিতে ই-স্কুটারগুলির চার্জিং স্টেশন বসানো হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এই সকল স্বাস্থ্যকর্মীরা মাতৃ এবং সদ্যোজাত শিশুদের জন্য ২০০৯ সালে চালু হওয়া ম্যাটারনাল অ্যান্ড নিউবর্ন সারভাইভাল ইনিশিয়েটিভ (MANSI)-এর আওতায় কর্মরত। যারা ঝাড়খণ্ডের কোলহানের মতো প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা প্রদান করেন। বৈদ্যুতিক স্কুটারগুলির মডেল পিছু দাম ৭৫,০০০ টাকা (অন-রোড)। যার জন্য HSBC ব্যাঙ্ক আর্থিক সহায়তা করেছে। এক মাস ধরে প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে ই-স্কুটারগুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে বলে সূত্রের খবর। পাশাপাশি প্রত্যেককে সুরক্ষার জন্য হেলমেট প্রদান করা হবে।