Tecno Pova Neo ভারতে আসছে 6000mAh ব্যাটারির সাথে, দাম কিন্তু সস্তা

Update: 2022-01-14 05:47 GMT

গত ডিসেম্বরে ট্রান্সশন হোল্ডিংসের অধীনস্থ ব্র্যান্ড টেকনো (Tecno) নাইজেরিয়ার বাজারে তাদের Tecno Pova Neo স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ডিভাইসটির প্রধান আকর্ষণ হল এর শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি। লঞ্চের পর থেকেই বাজেট রেঞ্জের এই ফোনটি কবে ভারতের বাজারে পা রাখবে তাই নিয়ে জল্পনা চলছিল। এখন সংস্থার ভারতীয় শাখার তরফে Tecno Pove Neo ফোনের একটি টিজার সামনে আনা হয়েছে। টিজারটি দেখে অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে টেকনোর এই ফোনটি।

Tecno Pova Neo আসছে ভারতের বাজারে

টেকনো ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আসন্ন টেকনো পোভা নিও ফোনের একটি ছোট ভিডিও টিজার পোস্ট করেছে। যদিও ভিডিওটি থেকে ফোন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে যেহেতু ইতিমধ্যেই স্মার্টফোনটি নাইজেরিয়ার বাজারে উপলব্ধ, তাই এর সম্বন্ধে প্রায় সবটুকুই আগেই প্রকাশ্যে এসেছে।

https://twitter.com/TecnoMobileInd/status/1481196754389409794

প্রসঙ্গত, টেকনো ইন্ডিয়া এখনও টেকনো পোভা নিও ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের লঞ্চের তারিখ প্রকাশ করেনি, তবে ডিসেম্বরের শেষে প্রকাশিত এক রিপোর্ট অনুসারে, এই বাজেট স্মার্টফোনটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি মেমরি কনফিগারেশনে আসবে। এমনকি জানা গেছে টেকনো পোভা নিও ফোনের লঞ্চের সময় একটি বিশেষ অফারও দেওয়া হবে। যেখানে ফোনটি কিনলে ক্রেতারা এর সাথে একটি ওয়্যারলেস ইয়ারবাড বিনামূল্যে পাবেন।

Tecno Pova Neo ফোনের স্পেসিফিকেশন

জানিয়ে রাখি, নাইজেরিয়ায় লঞ্চ হওয়া Tecno Pova Neo ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি+ (৭২০× ১,৬৪০ পিক্সেল) আইপিএস এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট। ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Tecno Pova Neo ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এইচআইওএস ৭.৬ কাস্টম স্কিনে এবং সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য এই বাজেট ফোনে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

Tecno Pova Neo ফোনের দাম

উল্লেখ্য, নাইজেরিয়ার বাজারে Tecno Pova Neo ফোনের ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২,৫০০ নাইজেরিয়ান নাইরা (আনুমানিক ১৩,০০০ টাকা)। এই ফোনটি গিক ব্লু, ওবসিডিয়ান ব্ল্যাক এবং পোওয়েহি - এই তিনটি কালার অপশনে উপলব্ধ।

Tags:    

Similar News