মিলবে ডাউনলোড ম্যানেজারসহ চারটি নতুন ফিচার, WhatsApp-কে টেক্কা দিতে নয়া আপডেট আনল Telegram
ক্লাউড ভিত্তিক এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ Telegram (টেলিগ্রাম)-এর জন্য এবার এল একটি নতুন আপডেট। চর্চা চলছে এই নতুন আপডেট ইউজারবেসের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-কেও ছাড়িয়ে যাবে Telegram। কারণ এবার এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীরা নতুন ডাউনলোড ম্যানেজার, রিডিজাইন অ্যাটাচমেন্ট মেনু, লাইভ স্ট্রিমিং, ট্রানস্পারেন্ট ইন্টারফেস ইত্যাদি মজাদার অপশন উপভোগ করতে পারবেন। এর এর কেবল Telegram অ্যাপটিকে ৮.৬.১ ভার্সনে আপডেট করতে হবে। কিন্তু এর নতুন ফিচারগুলি কেমন হবে? আসুন এক নজরে দেখে নিই…
Telegram এখন মিলবে এই ফিচারগুলি
১. ডাউনলোড ম্যানেজার (Download Manager): টেলিগ্রামের ডাউনলোড ম্যানেজার, সার্চ বার থেকে একটি লোগোসহ উপস্থাপিত হয়। খোলাখুলিভাবে বললে, টেলিগ্রামে একটি ফাইল ডাউনলোড হওয়ার সাথে সাথে একটি সার্চ বার খুলবে, যা আপনাকে ইতিমধ্যে ডাউনলোড হওয়া মিডিয়া ফাইলের ধরাছোঁয়ার মধ্যে নিয়ে যাবে। অর্থাৎ এতে ডাউনলোড করা ফাইল খুঁজে পাওয়া সহজ হবে।
২. নতুন অ্যাটাচমেন্ট মেনু (Redesigned Attachment Menu): টেলিগ্রাম এখন তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন মেনুও চালু করেছে, যা তাদের একাধিক ফাইল নির্বাচন করতে এবং সিঙ্গেল ট্যাপের মাধ্যমে তা সেন্ড করতে দেবে। এতে অ্যালবামের প্রিভিউও দেখা যাবে। এছাড়া এই মেনু ব্যবহারকারীদের নাম অনুসারে কন্টেন্ট অনুসন্ধান করার বিকল্প দেবে।
৩. লাইভ স্ট্রিমিং (Live Streaming): টেলিগ্রাম ইউজারদের নতুন অপশনের সাথে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এক্ষেত্রে OBS স্টুডিও এবং XSplit Broadcaster-এর মত টুল স্ট্রিমিংয়ে সাহায্য করবে। আবার এই লাইভ সম্প্রচারে আপনারা ভয়েস ওভারলে করতে পারবেন এবং সহজেই একটি মাল্টি-স্ক্রিন লেআউট ব্যবহার করতে পারবেন। মানে আপনি এতে একটি ভিডিওতে অন্যের ভয়েস যোগ করতে পারবেন। এছাড়াও, একটি সিঙ্গেল স্ক্রিনে অনেক লোকের স্ক্রিন সংযুক্ত করা যাবে।
৪. রিডিজাইন লগইন ফ্লো (Redesign Login Flow): মেসেজিং কোম্পানিটি তার অ্যান্ড্রয়েড এবং ম্যাকওএস ভিত্তিক অ্যাপগুলির জন্য একটি রিডিজাইন করা লগইন ফ্লো প্রকাশ করেছে। এই অ্যান্ড্রয়েড ইন্টারফেস নাইট মোডের সাথে কাজ করে।