বাইকে হাত পাকাপোক্ত করতে Yamaha, Hero, KTM এর এই বাইকগুলির জুড়ি মেলা ভার
আজকের দিনে দাঁড়িয়ে বাইক শুধুমাত্র একটি পরিবহনের অপশন হিসেবেই গণ্য করা হয় না বরং ফ্যাশন ও স্টাইল এর পাশাপাশি এটি আজ অনেক মানুষের কাছেই নিজের বন্ধুর মতো হিয়ে উঠতে পেরেছে। বর্তমানে ভারতে বিভিন্ন সংস্থার তৈরি নানা রকমের বাইক কিনতে পাওয়া যায়। এদের মধ্যে বেশ কিছু মডেল রয়েছে যা আপনার হাতকে পাকাপোক্ত বানিয়ে বড় রাইডার হওয়ার স্বত্তাকে বিকশিত করতে পারার ক্ষমতা রাখে। আজকের প্রতিবেদনে এমনই পাঁচটা বাইকের সন্ধান দিলাম আমরা।
KTM 200 Duke: স্ট্রিট/ট্র্যাক/ডার্ট
প্রথমেই তালিকায় রয়েছে দেশের অন্যতম সেরা স্ট্রিট ফাইটার KTM 200 Duke। অস্টিয়ান বাইক নির্মাতার তৈরি এই মডেলটি এক কথায় অলরাউন্ডার মডেল। এর কারণ হলো যে কোনো ধরনের রাস্তায় চালানোর জন্য উপযুক্ত মসলা মজুত রয়েছে এতে। এমনকি উঁচু-নিচু খারাপ রাস্তাতেও সাবলীলভাবে চলতে পারে এই বাইকটি যা এক কথায় একজন বাইক রাইডার এর কাছে অত্যন্ত আকর্ষণীয়।
Hero XPulse 200: ডার্ট
হিরো মটোকর্পের হাতে থাকা বাইকগুলির মধ্যে প্রথম স্থানের অধিকারী এই XPulse 200 মডেলটি। ডার্ট বাইক হিসাবে অফ রোড থেকে শুরু করে কাদাপূর্ণ রাস্তা সবেতেই নিজের মাহাত্ম্য প্রকাশ করবে হিরো এক্সপালস। লম্বা ট্রাভেল সাসপেনশন, অতিরিক্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স, চওড়া হ্যান্ডেল বার সবকিছু নিয়েই যেন যে কোনো ধরনের রাস্তায় চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত এটি।
KTM RC390: ট্র্যাক
RC200 কিংবা RC125 বাইক দুটির তুলনায় KTM RC390 একদমই ভিন্ন ধারায় থাকার কারণ পর্যালোচনা করলে দেখা যাবে বড় ট্রাকে সাবলীলভাবে বিভিন্ন কর্নার এবং কার্ভ ম্যানেজ করার ক্ষমতা রয়েছে এই বাইকটির। তাই দিনের শেষে যদি আপনি কেটিএম এর এই বাইকটিতে আপনার কস্টার্জিত অর্থ বিনিয়োগ করেন তবে তা ভবিষ্যতে একজন দক্ষ রাইডার হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। সাধারণ রাস্তা হোক কিংবা ট্রাকের রাস্তা সবেতেই সমান পারদর্শিতা নিয়ে ঝড় তোলার ক্ষমতা রাখে এই KTM RC390।
Royal Enfield Himalayan: অ্যাডভেঞ্চার
রেস ট্রাকিং সেগমেন্ট পেরিয়ে যদি অ্যাডভেঞ্চার এবং টুরিং সেগমেন্টে আমরা প্রবেশ করি সে ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর ধরেই সুনাম অর্জন করেছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান। সিকিম কিংবা লাদাখের দুর্গম রাস্তাতেও আপনার বিশ্বস্ততার সঙ্গী হিসেবে থাকবে এই হিমালয়ান। যদিও হিরো এক্সপাল্স ২০০ এর মত হালকা ওজন না হওয়ায় বাইকটির সাথে সড়গড় হতে কিছুটা সময় লাগবে তবে হাইওয়ে অ্যাডভেঞ্চার রাইডিং কিংবা সিটি রাইডিং সবকিছুর জন্যই একটি নাম রয়্যাল এনফিল্ড হিমালয়ান।
Yamaha YZF-R15 V4: ট্র্যাক/শহর
এদেশের মোটরসাইকেলের দুনিয়ায় অন্যতম সেরা বাইক হল YZF-R15 V4, যা বর্তমানে ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালু বয়ে নিয়ে চলে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই বাইকে আরও উন্নত প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি ডিজাইন হয়েছে অনেক বেশি শার্প। যে সকল মানুষ KTM RC390 বাইকটিতে আপগ্রেড করতে চাইলেও খরচার কথা ভেবে পিছিয়ে আসেন তাদের জন্য উপযুক্ত এই YZF-R15 V4। কারণ প্রায় সমজাতীয় না হলেও কেটিএম এর ওই বাইকটির সাথে অনেক ধরনের মিল রয়েছে ইয়ামাহার এই YZF-R15 V4 তে। আর সবটাই আপনি পাবেন বেশ পকেট-সাশ্রয়ী মূল্যে।