250cc বাইক বিক্রিতে ভারতসেরা KTM, অনেক পিছিয়ে থেকে রানার আপ Bajaj
যে সকল ব্যক্তি খানিকটা অধিক শক্তিশালী ইঞ্জিন সমৃদ্ধ মোটরসাইকেল কেনার পাশাপাশি লক্ষ্য থাকে খানিকটা উন্নত মাইলেজের, তাদের জন্য উপযুক্ত হল ২৫০ সিসির মোটরসাইকেলগুলি। ভারতের বাজারে এই সেগমেন্টের বেশ কয়েকটি মডেল উপলব্ধ হয়েছে। নেকেড স্ট্রিট থেকে শুরু করে সম্পূর্ণ ক্রুজার সবই মিলবে এখানে। এমনকি এদের চাহিদাও যথেষ্ট। গত বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে বিক্রি হওয়া এমনই সেরা ৫ টি ২৫০ সিসির ইঞ্জিন সমৃদ্ধ বাইকের তালিকা প্রকাশ করলাম আমরা।
KTM 250 Duke এবং 250 Adventure:
অস্ট্রিয়ার নামকরা এই বাইক নির্মাতার ভারতীয়দের জন্য তৈরি বাইকগুলির মধ্যে এই সেগমেন্টের অন্যতম দুটি জনপ্রিয় মডেল হল- 250 Duke এবং 250 Adventure। গত ডিসেম্বর মাসে এই দুটি বাইক মিলিয়ে মোট বিক্রি হয়েছে ৯৮০ ইউনিট, যা ২০২১ সালের ডিসেম্বর মাসের তুলনায় ৭১টি বেশি। বর্তমানে 250 Duke এবং 250 Adventure বাইক দুটির এক্স শোরুম মূল্য যথাক্রমে ২.৩৭ লাখ টাকা ও ২.৪৪ লাখ টাকা, যা এদের তাদৈর ৩৭৩ সিসির সংস্করণের তুলনায় যথেষ্ট সস্তা।
Bajaj Dominar 250:
ভারতীয় মোটরবাইক নির্মাতা বাজাজের অন্যতম জনপ্রিয় ডমিনার সিরিজের ২৫০ সিসির মডেল এটি। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে ৪০৬ জন গ্রাহকের কাছে পৌঁছে গিয়েছে এই বাইকের চাবি। যদিও ২০২১ সালের ডিসেম্বরে মডেলটির ২২০৭ ইউনিট বিক্রি করা সম্ভব হয়েছিল। শক্তিশালী ইঞ্জিন এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি থাকায় বরাবরই ট্যুরিং সেগমেন্টে শুরুর দিকেই অবস্থান করে এই Bajaj Dominar 250। বর্তমানে ভারতের বাজারে বাইকটির এক্স শোরুম মূল্য ১.৭৫ লাখ টাকা, যা মডেলটির বৃহৎ সংস্করণ অর্থাৎ ৪০০ সিসির তুলনায় যথেষ্ট পকেট সাশ্রয়ী।
Suzuki V-Storm SX:
সাম্প্রতিককালে অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইকের রমরমার ফলে যথেষ্ট নাম কুড়িয়েছে Suzuki V-Storm SX মডেলটি। গত মাসে ২৯১ ইউনিট বিক্রি হয়েছে Gixxer 250 প্ল্যাটফর্মের উপর নির্মিত এই অ্যাডভেঞ্চার বাইকটির। এই মুহূর্তে সুজুকির এই বাইকটি কিনতে খরচ হবে ২.১১ লাখ টাকা (এক্স শোরুম)।
Bajaj Avenger Cruise 220:
সম্পূর্ণ ক্রুজার স্টাইলের মোটর বাইক কিনতে হলে আপনার জন্য যথেষ্ট ভালো অপশন নিয়ে বেশ কয়েক বছর ধরে হাজির হয়ে রয়েছে Bajaj Avenger Cruise 220। আরামদায়ক ভঙ্গিতে দীর্ঘ রাস্তা পাড়ি দিতে সক্ষম এই বাইকটির ২৭০ ইউনিট বিক্রি করা সম্ভব হয়েছে গত ডিসেম্বরে। বিগত ২০১৮ সালে শেষ আপডেট সংযোজন হয় এতে। ১.৩৮ লাখ টাকা মূল্যে বিক্রি হওয়া এই ক্রুজার স্টাইলের বাইকটি ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। পাশাপাশি এর ১৬০ সিসি সংস্করণের আরো একটি ক্রুজার মোটরবাইক Avenger 160 Street পাওয়া যায় এদেশে।
Bajaj Pulsar N250 ও F250:
২০২১ সালে আত্মপ্রকাশ করা পালসার সিরিজের ২৫০ সিসির এই টুইন বাইক শুরুতে যথেষ্ট জনসমর্থন পেলেও পরবর্তীতে তার পতন দেখা গিয়েছে। সেই কারণে ২০২১ সালের ডিসেম্বরে এই দুটি মডেলের বিক্রি ২৬০০ হলেও গত ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ২৪৫ ইউনিটে। আগামী দিনে টার্ন-বাই-টার্ন নেভিগেশন এর মত নতুন আপডেটেড ফিচার যোগ করে এর বিক্রি খানিকটা বাড়ানো সম্ভব হতে পারে।