Top 5 125cc Bikes: কাড়ি কাড়ি টাকা কেন খরচ করবেন? যখন সস্তায় পাবেন 125cc-র এই সেরা বাইকগুলি

By :  techgup
Update: 2023-03-13 04:51 GMT

প্রতিদিনের কাজে ব্যবহৃত কমিউটার সেগমেন্টের বাইক হিসেবে ১২৫ সিসির বেশকিছু টু-হুইলার মডেল উপলব্ধ রয়েছে আমাদের দেশের বাজারে। সাধ্যের মধ্যে দাম, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং তেল সাশ্রয়ী ক্ষমতার জন্যই এই জাতীয় বাইকগুলির সুনাম এতটা বেশি। বাজাজ কিংবা হিরো থেকে শুরু করে হোন্ডা এবং টিভিএস সবার হাতেই রয়েছে এমন ১২৫ সিসির বাইক। তারই মধ্যে থেকে সেরা ৫টি সস্তা মডেলের সন্ধান রইল এখানে।

Bajaj CT125X

বাজাজের তৈরি CT125X বাইকটি ভারতবর্ষে বিক্রি হওয়া ১২৫ সিসির সেগমেন্টে সবচেয়ে কম দামি মডেল। কলকাতায় এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৭১,৭৬৩ টাকা থেকে। ড্রাম এবং ডিস্ক এই দুটি ভ্যারিয়েন্টে কিনতে পাওয়া যায় এটি। চিরাচরিত কমিউটার বাইক হলেও CT125X এর বিল্ড কোয়ালিটি অনেক বেশি মজবুত। এতে রয়েছে শক্তপোক্ত গ্র্যাবরেল, ক্র্যাশ গার্ড, হেডলাইট গ্রিল এবং আন্ডারবেলি গার্ড।

CT125X-কে চলার শক্তি যোগায় ১২৪.৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন যা থেকে ১০.৭ বিএইচপি পাওয়ার এবং ১১ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটির সামনের দিকে সাধারণ টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে স্প্রিং সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এলইডি ডিয়ারএল, ইউএসবি চার্জার এবং টুইন পড অ্যানালগ কনসোল দেখতে পাওয়া যায় এতে।

Hero Super Splendor

দীর্ঘ কয়েক দশকের কমিউটার সেগমেন্টে বিশ্বস্ততার সঙ্গী হিরো সুপার স্প্লেন্ডার অন্যতম একটি পকেট-সাশ্রয়ী মোটরসাইকেল। ১২৪.৭ সিসির এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত এই বাইকটির এক্স শোরুম মূল্য ৭৮,৮৪৮ টাকা। এই ইঞ্জিনটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ১০.৭২ বিএইচপি এবং ১০.৬ এনএম। সাথে রয়েছে পাঁচ ধাপযুক্ত গিয়ার বক্স। ড্রাম, ড্রাম অ্যালয় এবং ডিস্ক এই তিনটি অপশন রয়েছে এতে। ডায়মন্ড চ্যাসিস, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল রিয়ার শক অ্যাবজর্ভার এবং ডিস্ক/ড্রাম ব্রেক দেখতে পাওয়া যায় হিরোর এই জনপ্রিয় বাইকে। সর্বোপরি হিরো মটোকর্পের বিস্তৃত সার্ভিস সেন্টারের সুবিধা মিলবে এই বাইকটির সঙ্গে।

Bajaj Pulsar 125

বাজাজের আইকনিক পালসার সিরিজের ১২৫ সিসির এই বাইকটি কিনতে খরচ হবে ৮১,০৩৭ টাকা এক্স শোরুম। বাজাজ তার এই জনপ্রিয় বাইকটিতে ড্রাম, ডিস্ক এবং স্লিট সিট এই তিনটি ভ্যারিয়েন্ট চালু রেখেছে। তিনটির ক্ষেত্রেই একই ধরনের মাস্কুলার ডিজাইন দেখতে পাওয়া যায়। বাজাজ পালসার এর এই বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশনে নজর দিলে দেখা যাবে এতে রয়েছে ১১.৬৪ বিএইচপি শক্তি এবং ১০.৮ এনএম টর্ক উৎপাদনকারী ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সাথে যুক্ত রয়েছে ফাইভ স্পিড ট্রান্সমিশন সিস্টেম। সাসপেনশনের দায়িত্ব সামলাতে বাইকটির সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে স্প্রিং অ্যাবজর্ভার লাগানো রয়েছে। কম রক্ষণাবেক্ষণ খরচ এবং উত্তম তেল সাশ্রয় ক্ষমতার জন্যই পালসার এর এই বাইক অত্যন্ত জনপ্রিয়।

Honda SP 125

এই মুহূর্তে ভারতের বাজারে ১২৫ সিসির বাইকের প্রসঙ্গ এলেই সবার প্রথমে নাম আসে Honda SP 125 বাইকটির। বর্তমানে এর এক্স শোরুম মূল্য ৮৩,৯৭৫ টাকা এবং ডুয়েল ড্রাম ও ফ্রন্ট ডিস্ক এই দুটি ভ্যারিয়েন্টে কিনতে পাওয়া যায় এই বাইকটি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো Honda SP 125 বাইকটিতে প্রাণভোমরা হিসেবে উপস্থিত রয়েছে ১০.৭২ বিএইচপি এবং ১০.৯ এনএম টর্ক উৎপাদনকারী ১২৪ সিসির ইঞ্জিন। সাথে আছে পাঁচ ধাপ যুক্ত গিয়ার বক্স।

বাইকটির শার্প ডিজাইন এদেশের যুব সম্প্রদায়কে যথেষ্ট আকর্ষণ করে। এলইডি হেডল্যাম্প ও টেলল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইকো ইন্ডিকেটর, রিয়েল টাইম ফুয়েল এফিশিয়েন্সি, গিয়ার পসিশন ইন্ডিকেটর এবং সার্ভিস রিমাইন্ডার এর মত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে এতে। এমনকি এই সেগমেন্টের প্রথম ফিচার হিসেবে ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করা হয়েছে এই বাইকে।

Hero Glamour Xtec

আমাদের আজকের তালিকায় সবশেষে রয়েছে ৮৫,৯৩৮ টাকা এক্স শোরুম দামের Hero Glamour Xtec। এই সেগমেন্টে হিরোর বাইকটি সবচেয়ে বেশি আধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন। এলইডি লাইটিং, ডিজিটাল কনসোল, স্মার্টফোন সংযুক্তিকরণ এর মাধ্যমে এসএমএস ও কল অ্যালার্ট পাওয়ারাসুবিধা রয়েছে এই বাইকে। একে চালিকাশক্তি যোগায় ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল্ড ইঞ্জিন, যা ১০.৭ বিএইচপি শক্তি এবং ১০.৬ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে।

Hero Glamour Xtec বাইকটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স সাধারণ ফ্রন্ট ফর্ক, ডুয়েল রিয়ার স্প্রিং দেওয়া হয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে পিছনের চাকায় ড্রাম ব্রেক থাকলেও সামনের দিকে ডিস্ক কিংবা ড্রাম অপশন হিসেবে রয়েছে।

Tags:    

Similar News