Hero Splendor থেকে Bajaj Platina, নভেম্বরে সর্বাধিক চাহিদা এই বাইকগুলির

By :  SUMAN
Update: 2022-12-20 14:40 GMT

ভারতের গাড়ি সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম এ বছর নভেম্বরে সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলগুলির তালিকা প্রকাশ করেছে। যেখানে সেরা পাঁচটি বাইকের মধ্যে বাজাজ (Bajaj), হিরো (Hero) হোন্ডা (Honda)-র একাধিক সংস্থার মডেল রয়েছে। আসুন সেই তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।

Bajaj Platina

বাজাজ তাদের ১০০ সিসি ও ১১০ সিসি ভ্যারিয়েন্টে উপলব্ধ এন্ট্রি-লেভেল কমিউটার সিরিজের Platina-র চাবি গত মাসে মোট ৩৩,৭০২ জন ক্রেতার হাতে তুলে দিতে পেরেছে। যে কারণে তালিকার পঞ্চম স্থান দখল করেছে এটি। তবে গত বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ৬০,৬৪৬ ইউনিট থাকায় এবারের বিক্রিতে যথেষ্ট পতন ঘটেছে।

Hero HF Deluxe

প্ল্যাটিনার মত Hero HF Deluxe-এরও কত বছরে নভেম্বরের তুলনায় এবারের বিক্রিতে ভাটা প্রত্যক্ষ করা গিয়েছে। যে কারণে তালিকার তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে এসেছে এটি। গত মাসে মোট ৬৫,০৭৪ জন নতুন ক্রেতার মুখ দেখেছে বাইকটি। তবে ২০২১-এর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ৭৬,১৪৯।

Bajaj Pulsar

এ বছর নভেম্বরে Bajaj Pulsar-এর বিক্রি অনেকটাই বাড়তে দেখা গেছে। গত মাসে মোট ৭২,৭৩৫ জন ক্রেতা ১২৫-২৫০ সিসির পালসার বাইক বাড়ি নিয়ে এসেছেন। আগের বছর নভেম্বরে যে সংখ্যাটি ছিল ৬১,৯১৩ ইউনিট। বিক্রিতে এই উত্থানের ফলে তালিকার চার নম্বর থেকে তিন নম্বরে উঠে এসেছে বাইকটি।

Honda Shine

Honda Shine-এর বিক্রি বরাবরের ন্যায় গত মাসেও ব্যাপক বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। এ বছর নভেম্বরে মোটরসাইকেলটি মোট ১,১৪,৯৬৫ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছর ওই সময়ে এর বেচাকেনার পরিমাণ ছিল ৮৩,৬২২ ইউনিট।

Hero Splendor

বরাবরের মতো গত মাসেও ভারতের সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের তকমা আদায় করেছে Hero Splendor। এটি মোট ২,৬৫,৫৮৮ ইউনিট বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ আগের বছর ওই মাসে বেচাকেনার পরিমাণ ছিল ১,৯২,৪৯০ ইঊনিট। ফলে বিক্রিতে যে উত্থান ঘটেছে তা স্পষ্ট।

Tags:    

Similar News