একজোড়া ভিন্ন স্বাদের মোটরসাইকেল আনছে TVS, ইঞ্জিন-ফিচার সম্পর্কে বিশদে জেনে নিন

By :  SUMAN
Update: 2023-03-10 12:31 GMT

বর্তমানে বিক্রির নিরিখে ভারতের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার নির্মাতা টিভিএস (TVS) কোয়ার্টার লিটার সেগমেন্টে নতুন মডেল আনার জন্য কোমর বেঁধেছে। সদ্য শেষ হওয়া ‘TVS MotoSoul’ ইভেন্টে সংস্থাটি তাদের প্রথম নিও-রেট্রো বাইক Ronin-এর চারটি কাস্টম মডেল প্রদর্শন করেছে। সেগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে স্ক্র্যাম্বলার স্টাইলের TVS Ronin SCR। যার কাস্টমাইজেশন করেছে খোদ টিভিএসের প্রকৌশলী দল। Ronin এর উপর নির্ভর করে ওই স্ক্র্যাম্বলার বাইকটি টিভিএস ভারতে লঞ্চ করতে পারে বলে জল্পনা দানা বেঁধেছে।

TVS Apache RTR 310-এর নেকেড ভার্সন লঞ্চ হতে চলেছে

অন্যদিকে, টিভিএস বর্তমানে তাদের Apache RR 310-এর উপর ভিত্তি করে দুটি নতুন মোটরসাইকেল তৈরি করছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এবছরই Apache RTR 310-এর নেকেড ভার্সন লঞ্চ হতে পারে। আবার শোনা যাচ্ছে, টিভিএস তাদের প্রথম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল তৈরিতেও হাত লাগিয়েছে। যা Apache RR 310 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে।

TVS Apache RTR 310-এর প্রতিপক্ষ ও স্পেসিফিকেশন

নতুন Apache RTR 310-এর প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে KTM Duke 390। আবার অ্যাডভেঞ্চার বাইকটির সঙ্গে Royal Enfield Himalayan, BMW G310 GS এবং KTM ADV 390-এর লড়াই চলবে। নতুন মডেলটিতে থাকবে একটি ৩১২.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, রিভার্স ইনক্লাইন্ড, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৩৪ পিএস শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হবে।

TVS Ronin SCR কেমন হবে

এই বাইকটির স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে থাকবে ডুয়েল চ্যানেল এবিএস। তবে মোটরসাইকেলটির প্রোডাকশন ভার্সন টিভিএস মোটোসোল-এ প্রদর্শিত রনিন এসসিআর-এর চাইতে ভিন্ন হবে। এটি সফট স্ক্র্যাম্বলার মডেল হিসেবে বাজারে আসবে। ডিজাইনেও থাকবে সামান্য পরিবর্তন। প্রসঙ্গত Ronin-এ রয়েছে একটি ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত ২৫.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৭,৭৫০ আরপিএম গতিতে ২০.১ বিএইচপি শক্তি এবং ৩,৭৫০ আরপিএম গতিতে ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন হয়।

TVS আগামীতে 600-700cc বাইক লঞ্চ করবে

জানিয়ে রাখি, টিভিএস মোটর কোম্পানি বর্তমানে ৬০০-৭৫০ সিসি মোটরসাইকেল সেগমেন্টে পদার্পণের পরিকল্পনা করছে। বড় ক্ষমতার ইঞ্জিন সহ একটি নতুন মডেলের উপর কাজ শুরু করেছে তারা। যার ইঞ্জিনটি টুইন সিলিন্ডার সেটআপ যুক্ত। নতুন TVS 650cc মোটরসাইকেলটি থেকে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে।

Tags:    

Similar News