Twitter Back: রাত থেকে সমস্যার পর অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরছে X

By :  techgup
Update: 2023-12-21 09:03 GMT

আপনার যদি X (আগে Twitter) মোবাইল অ্যাপ বা ওয়েব ব্রাউজার চালাতে সমস্যা হয় তাহলে চিন্তা করবেন না। আসলে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট এক্স রাত ১১টা থেকে ডাউন হয়ে গেছে। সারা বিশ্বের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে সমস্যায় পড়েছেন। ডেস্কটপ ও মোবাইল, উভয় ধরণের ব্যবহারকারী এক্স ব্যবহার করতে সক্ষম হচ্ছেন না। যেকারণে #TwitterDown সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

X এর হোম পেজ বা ফিডে কোনও পোস্ট দৃশ্যমান হচ্ছে না বা কোনও মিডিয়া ফাইলও দেখা যাচ্ছে না। হোম পেজ খুললে শুধু লেখা দেখা যাচ্ছে, X-এ আপনাকে স্বাগতম! এছাড়া এটি বাটন দৃশ্যমান, যার উপর ক্লিক করে কিছু টুইটার হ্যান্ডেল আসছে।

ডাউনডিটেক্টরের রিপোর্ট অনুযায়ী, ৭০ হাজারেরও বেশি মানুষ প্ল্যাটফর্মটি ব্যবহার করতে না পারার সমস্যার কথা জানিয়েছে। যদিও এই সমস্যার কারণ সম্পর্কে জানা যায়নি।

এই প্রথম নয় যে X প্ল্যাটফর্ম বিভ্রাটের মুখোমুখি হচ্ছে। ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি এই বছরের মার্চ এবং জুলাই মাসে ডাউনটাইমের মুখোমুখি হয়েছিল। যদিও এই মুহূর্তে X এর একাধিক সমস্যা ঠিক হয়ে গেছে।

Tags:    

Similar News