UCL Final Champions League 2024: চ্যাম্পিয়নস লিগ জিতলো রিয়াল মাদ্রিদ, ভালো খেলেও হার ডর্টমুন্ডের
UEFA Champions League Final: বিশ্বের সবচেয়ে বড় ফুটবল লিগ চ্যাম্পিয়নস লিগের ৩২তম আসরের বিজয়ী হল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। তারা এর আগে ১৪ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। গতকাল ফাইনাল ম্যাচে স্প্যানিশ ক্লাবটি জার্মান ক্লাব ডর্টমুন্ডকে ২-০ গোলে পরাজিত করে। শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রিয়ালের হয়ে ৭৩ মিনিটে দানি কারভাজাল এবং ৮৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করেন।
উল্লেখ্য, UEFA চ্যাম্পিয়নস লীগে প্রতি মরসুমে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলে। ডর্টমুন্ড এই নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলছিল। এই দলটি ১৯৯৬-৯৭ মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১২-১৩ মরসুমে এবং এই মরসুমেও ফাইনালে উঠেছিল দলটি।
প্রথমার্ধে ডর্টমুন্ড দারুন ফুটবল খেলেছিল
ফাইনাল ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলে ডর্টমুন্ড। দেখে মনে হচ্ছিল কিছু একটা অঘটন ঘটতে চলেছে। পরপর গোলের সুযোগ তৈরি করেছিল ডর্টমুন্ড, যা গোলে রূপান্তর করতে পারেনি তারা। উল্ট দিকে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ হতাশজনক পারফরম্যান্স দেখায়। প্রথমার্ধে মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। যেখানে ডর্টমুন্ড গোলের দিকে আটটি শট নিয়েছিল।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের পাল্টা আক্রমণ
দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে খুঁজে পাওয়া যায় রিয়াল মাদ্রিদকে। ৭৩ মিনিটে হেডে প্রথম গোলটি করেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি কারভাজাল। নয় মিনিট পর গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। বক্সের বাঁ দিক থেকে ভিনিসিয়াস জুনিয়র বল নিয়ে গোলরক্ষক কোবেলকে কাটিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ৯০ মিনিট পর ৫ মিনিট ইনজুরি টাইম দেওয়া হলেও সুযোগ কাজে লাগাতে পারেনি ডর্টমুন্ডের খেলোয়াড়রা।