Union Budget 2024: বাজেটের প্রভাব, আইফোনের দাম ৬ হাজার টাকা পর্যন্ত কমালো অ্যাপল

By :  techgup
Update: 2024-07-28 12:18 GMT

সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোবাইল চার্জার, মোবাইল ও চার্জারে ব্যবহৃত যন্ত্রাংশ এবং বাইরে থেকে আসা মোবাইল ফোনের উপর কাস্টম ডিউটি হ্রাস করেছেন, যা বাজেটে টেকনোলজি ইন্ড্রাস্ট্রিকে ব্যাপক স্বস্তি দিয়েছে। মোবাইল ফোন, যন্ত্রাংশ ও চার্জারের মতো প্রোডাক্টের ওপর থেকে শুল্ক কমিয়ে করা হয়েছে ১৫ শতাংশ। এই ঘোষণার পর থেকেই ধারণা করা হচ্ছিল মোবাইল ফোন ও চার্জারের দাম অনেকটাই কমতে পারে এবং ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে অ্যাপল।

ভারতে সব আইফোন মডেলের দাম কমাল অ্যাপল

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে, অ্যাপল ভারতীয় বাজারে তাদের সমস্ত আইফোন মডেলের দাম ৩-৪ শতাংশ কমিয়েছে, যার পরে আইফোনের বিভিন্ন প্রো মডেলের দাম ৫,১০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত কমেছে। আবার আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৫ মডেলগুলি ৩,০০০ টাকা পর্যন্ত সস্তা হয়েছে এবং আইফোন এসই এর দাম ২,৩০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

প্রথমবারের মতো কমলো আইফোনের প্রো মডেলের দাম

জানিয়ে রাখি যে অ্যাপল প্রথমবারের মতো প্রো মডেলগুলির দাম ভারতে কমিয়েছে। সাধারণত নতুন আইফোন লঞ্চের পর পুরনো আইফোন সস্তা হয় এবং পুরনো প্রো মডেলগুলি ভারতের বাজারে আর পাওয়া যায় না। তবে এবার বিক্রি বন্ধ না করে সরাসরি দাম কমানোর পথে হাঁটলো অ্যাপল।

ভারতে বর্তমানে আমদানি করা ফোনের উপর ১৮ শতাংশ এবং ২২ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যেখানে ভারতে তৈরি ফোনগুলি ১৮ শতাংশ জিএসটি ছাড় পায়। ফলে এদেশে ফোন তৈরি করলেই লাভ বেশি সংস্থাগুলির জন্য। অ্যাপলের কথা বললে, ভারতে বিক্রি হওয়া আইফোনের ৯৯ শতাংশ মেড ইন ইন্ডিয়া বলে দাবি করে সংস্থাটি।

Tags:    

Similar News