ভিড়েও জোরে বাজবে Smartphone, বাড়বে ফন্ট সাইজও, শুধু কাজে লাগান এই 'সিম্পল' ফিচার!

Update: 2023-11-22 07:34 GMT

স্মার্টফোন এখন মানুষের প্রতি মুহূর্তের কাজে-অকাজের সঙ্গী। বলতে গেলে পরিস্থিতি বা জীবন এতটাই মোবাইল কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে যে, একবার এই জিনিসটি হাতছাড়া হলে চোখে অন্ধকার দেখেন আমার আপনার মতো একাংশই। সেক্ষেত্রে প্রত্যেক ইউজার, তাঁর প্রয়োজন ও সুবিধা অনুযায়ী স্মার্টফোন ব্যবহার করেন – কেউ এতে বিভিন্নরকম অ্যাপ ইনস্টল করেন, কেউ ইচ্ছেমতো রিংটোন সেট করেন বা ভলিউম লো করে রাখেন তো কারো ফোনে ফন্ট সাইজ ছোটো-বড় বা স্টাইল অন্যরকম হয়। কিন্তু এইসব ভিন্ন ভিন্ন সেটিংস একসাথে যেমন খুশি অবস্থায় রাখা যায়না, মানে আপনি এক ক্লিকেই রিংটোন ভলিউম বা ফোনের ফন্ট বাড়াতে পারবেননা। এর জন্য আপনাকে আলাদা আলাদা অপশন ব্যবহার করতেই হবে, যা কিছু কিছু সময়ে বেশ কঠিন হয়ে পড়ে, বিশেষত হঠাৎ প্রয়োজনে এবং বয়স্ক ইউজারদের জন্য। তবে আজকালকার দিনে ফোনে এত বেশি ফিচার দেওয়া থাকে, যে কারণে তেমন কোনোরকম অসুবিধেই ধোপে টেকেনা! ঠিক এমনই একটি ফিচার হল সিম্পল মোড (Simple mode), যার সাহায্যে চুটকিতেই মুঠোফোনের ফন্ট সাইজ বড় এবং ভলিউম লাউড হয়ে যাবে।

ফোনের Simple mode-এর সুবিধা কী?

ফোনে সিম্পল মোড অন থাকলে টেক্সট এবং আইকন দেখতে কোনো সমস্যা হয়না, কারণ এর কারণে ফন্ট, আইকন উভয়ের সাইজই বড় হয়ে যায়। এছাড়া যদি ফোনের ভলিউম কম থাকে, তাহলে এই সেটিং চালু থাকলে ইউজারের শুনতেও কোনো অসুবিধে হয়না, এতে ফোনের শব্দ আরো জোরে হয়। শুধু তাই নয়, সিম্পল মোডের মাধ্যমে ফোনে নিয়মিত ফাংশনগুলি খুঁজে পাওয়াও বেশ সহজ হয়ে যায়, তাও আবার এক ক্লিকেই।

কখন Simple mode ব্যবহার করবেন?

আপনার ফোন যদি কোনো বয়স্ক ব্যক্তিকে বা এমন কাউকে দেন যার শুনতে বা দেখতে অসুবিধা হয়, তবে এই মোডটি কার্যকর হতে পারে। এর পাশাপাশি, আপনি বাড়ির বাইরে ফোনের কম ব্রাইটনেস থাকলে বা একটু কোলাহলের মধ্যে থাকলেও সিম্পল মোড ব্যবহার করতে পারেন।

কীভাবে Simple mode অন করা যাবে?

১. অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনেই এই ফিচারটি বিদ্যমান থাকে। ইউজাররা সিম্পল মোডটি সেটিংস (Settings) অ্যাপে পেয়ে যাবেন।

২. অ্যাপের হোম স্ক্রিন বা লক স্ক্রিন অপশন থেকে বা ফোনের সেটিংসে গিয়ে সার্চ করে এটি অ্যাক্সেস করতে পারেন।

৩. একবার সিম্পল মোড অপশন খুঁজে পেলে এর পাশের টগলটি এনাবেল করলেই কাজ হয়ে যাবে।

Tags:    

Similar News